Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সমাবেশ ফাঁকা, সেখানে বাবুই-শালিক পাখি ছাড়া কোনো লোক নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের শান্তি সমাবেশ ফাঁকা, বাবুই পাখি-চড়ুই পাখি ছাড়া কোনো লোক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দলের মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির এই মহাসমাবেশের অনুমতি দিতে পুলিশ নানা গড়িমসি করেছে। মাত্র ২০ ঘণ্টার প্রস্তুতিতে মহাসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে। তাতেই প্রমাণ হয় সরকারের অবস্থান কোথায়। আওয়ামী লীগের সমাবেশের খালি চেয়ার, বাবুই পাখি-চড়ুই পাখি ছাড়া কোনো লোক নেই।

রুহুল কবির রিজভী বলেন, আজকের এই মহাসমাবেশে আসার সময় পথে পথে বাধা দেওয়া হয়েছে। টঙ্গী, গাবতলী, বাবুবাজারের বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে মোবাইল চেক করা হয়েছে।

রিজভী বলেন, সব বাধা-জুলুম উপেক্ষা করে আজকের এই সমাবেশে মানুষ উপস্থিত হয়েছে। সুতরাং আর কোনো বাধা আমাদের দমাতে পারবে না। গোটা জাতির ওপর আরব্য উপন্যাসের মতো দানব বসে আছে। সেই দানবকে হঠাতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষ হত্যা করেছেন, জুলুম করেছেন, সেটি আমেরিকার কংগ্রেস সদস্যরা বলেছেন। তারা বলছেনন জনগণের আন্দোলনের র‌্যাব-পুলিশ বাধা দিয়েছে, মানুষ হত্যা করেছে।

বিএনপির এই নেতা বলেন, আজ দেশের কেন এই অপবাদ। একটিই কারণ, শেখ হাসিনা অন্যায়ভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করেছেন। জুলুম নির্ধারণ করেছেন। আজকে আমেরিকার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান কংগ্রেস, তারা এর প্রতিবাদ করছে, যা আমাদের জন্য লজ্জার।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার বলেন, সংবিধানের আলোকে নির্বাচন হবে। অথচ আমাদের সংবিধান পঞ্চম সংশোধনের পরে আওয়ামী লীগ মার্কা সংবিধান হয়ে গেছে।

সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

অন্যদিকে, বিএনপির অগ্নিসন্ত্রাস ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আ.লীগের সমাবেশ ফাঁকা, সেখানে বাবুই-শালিক পাখি ছাড়া কোনো লোক নেই : রিজভী

প্রকাশের সময় : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের শান্তি সমাবেশ ফাঁকা, বাবুই পাখি-চড়ুই পাখি ছাড়া কোনো লোক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দলের মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপির এই মহাসমাবেশের অনুমতি দিতে পুলিশ নানা গড়িমসি করেছে। মাত্র ২০ ঘণ্টার প্রস্তুতিতে মহাসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে। তাতেই প্রমাণ হয় সরকারের অবস্থান কোথায়। আওয়ামী লীগের সমাবেশের খালি চেয়ার, বাবুই পাখি-চড়ুই পাখি ছাড়া কোনো লোক নেই।

রুহুল কবির রিজভী বলেন, আজকের এই মহাসমাবেশে আসার সময় পথে পথে বাধা দেওয়া হয়েছে। টঙ্গী, গাবতলী, বাবুবাজারের বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে মোবাইল চেক করা হয়েছে।

রিজভী বলেন, সব বাধা-জুলুম উপেক্ষা করে আজকের এই সমাবেশে মানুষ উপস্থিত হয়েছে। সুতরাং আর কোনো বাধা আমাদের দমাতে পারবে না। গোটা জাতির ওপর আরব্য উপন্যাসের মতো দানব বসে আছে। সেই দানবকে হঠাতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষ হত্যা করেছেন, জুলুম করেছেন, সেটি আমেরিকার কংগ্রেস সদস্যরা বলেছেন। তারা বলছেনন জনগণের আন্দোলনের র‌্যাব-পুলিশ বাধা দিয়েছে, মানুষ হত্যা করেছে।

বিএনপির এই নেতা বলেন, আজ দেশের কেন এই অপবাদ। একটিই কারণ, শেখ হাসিনা অন্যায়ভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করেছেন। জুলুম নির্ধারণ করেছেন। আজকে আমেরিকার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান কংগ্রেস, তারা এর প্রতিবাদ করছে, যা আমাদের জন্য লজ্জার।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার বলেন, সংবিধানের আলোকে নির্বাচন হবে। অথচ আমাদের সংবিধান পঞ্চম সংশোধনের পরে আওয়ামী লীগ মার্কা সংবিধান হয়ে গেছে।

সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

অন্যদিকে, বিএনপির অগ্নিসন্ত্রাস ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।