Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ক্ষমতাকে অস্বীকার ও জনদাবি অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচারী সরকাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না। দেশে মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে নামসর্বস্ব কতিপয় রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে আবারও ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। আর এজন্যই দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

রিজভী বলেন, দেশের জনগণ এবং বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে শুরু হয়েছে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেফতারের মতো নির্মম কর্মকাণ্ড। এছাড়াও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের মতো কাপুরুষোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সরকারকে বলতে চাই, এভাবে ভীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেবে না দেশের জনগণ।

বিবৃতিতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

আ.লীগের নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে : রিজভী

প্রকাশের সময় : ০৮:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ক্ষমতাকে অস্বীকার ও জনদাবি অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচারী সরকাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না। দেশে মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়েছে তাতে নামসর্বস্ব কতিপয় রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে আবারও ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। আর এজন্যই দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

রিজভী বলেন, দেশের জনগণ এবং বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে শুরু হয়েছে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেফতারের মতো নির্মম কর্মকাণ্ড। এছাড়াও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের মতো কাপুরুষোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সরকারকে বলতে চাই, এভাবে ভীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেবে না দেশের জনগণ।

বিবৃতিতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি।