নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাঙ্গারিয়া সড়েকের শিবপুর এলাকায় গুরুত্বপূর্ণ একটি ব্রিজ বিকল্প রাস্তা নির্মাণ না করেই রাতের বেলা ভেঙ্গে ফেলা হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাতে ব্রিজটি ভেঙ্গে ফেলার পর রোববার (২ এপ্রিল) সাড়া দিন আড়াইহাজার এবং সোনারগাঁ উপজেলার ৬ টি ইউনিয়নের লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (২ এপ্রিল) সকাল থেকেই ব্রিজের দুই পাশে শত শত গাড়ীর ভীর লক্ষ্য করা যায়। খোঁজ নিয়ে জানা যায় যে, শনিবার রাতেই ব্রিজটি ভেঙ্গে ফেলেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম জানা না গেলেও এর সাথে সংশ্লিষ্ট এক জনের নাম মাহহুবুর রহমান বলে জানা গেছে।
গুরুত্বপূর্ণ এ সড়ক টি সংস্কারের জন্য পর পর তিনবার টেন্ডার হওয়ার পর তৃতীয় বারে সড়কটি সংস্কারের কাজ ধরা হয়। সড়ক সংস্কারের কাজ ও খুব ধীরগতিতে চলছে। ফলে এমনিতেই লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছিল। এর পর আবার ব্রিজ টি ভেঙ্গে ফেলায় আড়াইহাজার এবং সানারগাঁ এই দুই উপজেলার ছয়টি ইউনিয়নের লোকজনের আড়াইহাজারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। জনসাধারণ বিকল্প রাস্তা তৈরী না করে ব্রিজটি ভেঙ্গে ফেলায় অসন্তোষ প্রকাশ করে বলছেন, এ অবস্থার কারণে আমাদেরকে প্রায় দশ কিলোমটিার ঘুরে আড়াইহাজারে যাতায়াত করতে হচ্ছে।
এ ব্যাপারে মাহবুবুর রহমান জানান, বিকল্প রাস্তাটি তৈরী করার জন্য আজকেই কাজ ধরা হচ্ছে। তা ছাড়া, আড়াইহাজারÑ উচিতপুরা সড়কের দক্ষিণপাড়া ব্রিজের গোড়ায় একটু কাজ অসমাপ্ত এবং রাস্তাটি বন্ধ ছিল। বিকল্প রাস্তা হিসেবে সেই অসমাপ্ত রাস্তাটি সমাপ্ত করে তা খুলে দেয়া হয়েছে।
আড়াইহাজার উপজেলা প্রকৌশলি আরিফুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।