বিনোদন ডেস্ক :
দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘হাউজফুল ফাইভ’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে আঘাত পান তিনি। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময় একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে।”
তিনি আরও বলেন, অক্ষয় শিগগির শুটিং শুরু করতে চাইছেন। ফের শুটিং সেটে ফিরে আসতে উদ্গ্রীব হয়ে আছেন। একেবার অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না। তবে এ বিষয়ে অক্ষয় এখনও কিছু বলেননি।
সম্প্রতি ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অক্ষয়। ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। বর্তমানে মুম্বাইয়ে চলছে ছবির দৃশ্যধারণের কাজ। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫-এর ৬ জুন।
হাউজফুল ৫ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও আরও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, ঝ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর ও দিনো মোরিয়া।
শুরুর দিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে শুটিং হয়েছে সিনেমাটির। একটি ক্রুজে টানা ৪০ দিন শুটিং হয়েছে। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, হোনফ্লেউরমহ বিভিন্ন জায়গায় শুটিং চলেছে। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটি নতুন বছরের (২০২৫ ইং) ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পায় হাউজফুল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউজফুল’। ২০১২ সালে মুক্তি পায় ‘হাউজফুল টু’। ২০১৬ সালে মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’। ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’।