Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আসছে মৌসুমেই রিয়ালে যোগ দিতে রাজি এমবাপ্পে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দলবদলের মৌসুম আসবে আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক হবে না -এমনটা হতে পারে! ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল শুরু হতেই ফের আলোচনায় এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির একদম শেষদিকে আছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদ গত কয়েক মৌসুম থেকেই এমবাপ্পেকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গ্রীষ্মের দলবদলে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে।

ফ্রেন্স ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ সান্টি অউনা ফুটমার্কেটার মাধ্যমে জানিয়েছেন, আসছে মৌসুমেই রিয়ালে যোগ দিতে রাজি হয়েছেন এমবাপে।

এমবাপ্পেকে নিয়ে নতুন খবর দিয়েছে ফরাসি মিডিয়া আউটলেট ফুট মারকাতো। তাদের দাবি, আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন এমবাপ্পে। এই ফরাসি তারকা নাকি রিয়ালের দেয়া চুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

২০২৪ সালের জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। এরপরেই নাকি তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখবেন। গত মৌসুমে ব্যাপক চাপের মুখেও পিএসজির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেননি এই ফরাসি তারকা। এমনকি ক্লাব তাকে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দিয়েছিল। সে সময় সৌদি আরবের ক্লাব আল-হিলাল এমবাপ্পের জন্য বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাবও রেখেছিল।

SantiAouna] Kylian Mbappé will join Real Madrid next season. An agreement  was reached in recent days with the French striker : r/soccer

এবারের শীতকালীন দলবদল উইন্ডো শুরু হলে এমবাপ্পের দলবদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে গত সপ্তাহে এ বিষয়ে প্রশ্নও করা হয় তাকে। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জানান, দলবদলের বিষয়ে কোনো কিছু না বলার ব্যাপারে তার সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির একটা চুক্তি আছে। তাই এ ব্যাপারে কোনো কিছুই তার হাতে নেই।

এরে আগে গত সপ্তাহে দ্য টাইমস জানিয়েছিল, প্রিমিয়ার লিগে যাওয়ার ব্যাপারে ভাবছেন এমবাপ্পে।

নতুন এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশ্য জবাব দিতে দেরি করেননি এমবাপ্পে। পিএসজি তারকা রিয়ালের সঙ্গে চুক্তির বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন। এই বিষয়ে বিবৃতিও দেয়া হয়েছে এমবাপ্পের পক্ষ থেকে।

সোমবার (৮ জানুয়ারি) এমবাপ্পের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয়েছে, এমবাপ্পের ভবিষ্যতের ব্যাপারে কোনো চুক্তি কিংবা আলোচনা হয়নি। কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এই চুক্তিতে আসছে মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দেয়ার বিষয়ে রাজি হয়েছেন এমবাপে। এদিকে কদিন আগে নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপে বলেছিলেন, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের পছন্দও ঠিক করিনি। এখানে আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। সর্বশেষ গ্রীষ্মে সভাপতির (পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি) সঙ্গে আমার সে ধরনের চুক্তি হয়েছিল। বলা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং ক্লাবের প্রশান্তি (শৃঙ্খলা) বজায় রাখব। তাই আমি বলব, আমার সিদ্ধান্ত এখন গৌণ ব্যাপার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আসছে মৌসুমেই রিয়ালে যোগ দিতে রাজি এমবাপ্পে

প্রকাশের সময় : ০৮:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দলবদলের মৌসুম আসবে আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক হবে না -এমনটা হতে পারে! ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল শুরু হতেই ফের আলোচনায় এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির একদম শেষদিকে আছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদ গত কয়েক মৌসুম থেকেই এমবাপ্পেকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গ্রীষ্মের দলবদলে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে।

ফ্রেন্স ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ সান্টি অউনা ফুটমার্কেটার মাধ্যমে জানিয়েছেন, আসছে মৌসুমেই রিয়ালে যোগ দিতে রাজি হয়েছেন এমবাপে।

এমবাপ্পেকে নিয়ে নতুন খবর দিয়েছে ফরাসি মিডিয়া আউটলেট ফুট মারকাতো। তাদের দাবি, আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন এমবাপ্পে। এই ফরাসি তারকা নাকি রিয়ালের দেয়া চুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

২০২৪ সালের জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। এরপরেই নাকি তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখবেন। গত মৌসুমে ব্যাপক চাপের মুখেও পিএসজির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেননি এই ফরাসি তারকা। এমনকি ক্লাব তাকে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দিয়েছিল। সে সময় সৌদি আরবের ক্লাব আল-হিলাল এমবাপ্পের জন্য বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাবও রেখেছিল।

SantiAouna] Kylian Mbappé will join Real Madrid next season. An agreement  was reached in recent days with the French striker : r/soccer

এবারের শীতকালীন দলবদল উইন্ডো শুরু হলে এমবাপ্পের দলবদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে গত সপ্তাহে এ বিষয়ে প্রশ্নও করা হয় তাকে। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জানান, দলবদলের বিষয়ে কোনো কিছু না বলার ব্যাপারে তার সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির একটা চুক্তি আছে। তাই এ ব্যাপারে কোনো কিছুই তার হাতে নেই।

এরে আগে গত সপ্তাহে দ্য টাইমস জানিয়েছিল, প্রিমিয়ার লিগে যাওয়ার ব্যাপারে ভাবছেন এমবাপ্পে।

নতুন এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশ্য জবাব দিতে দেরি করেননি এমবাপ্পে। পিএসজি তারকা রিয়ালের সঙ্গে চুক্তির বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন। এই বিষয়ে বিবৃতিও দেয়া হয়েছে এমবাপ্পের পক্ষ থেকে।

সোমবার (৮ জানুয়ারি) এমবাপ্পের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয়েছে, এমবাপ্পের ভবিষ্যতের ব্যাপারে কোনো চুক্তি কিংবা আলোচনা হয়নি। কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এই চুক্তিতে আসছে মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দেয়ার বিষয়ে রাজি হয়েছেন এমবাপে। এদিকে কদিন আগে নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপে বলেছিলেন, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের পছন্দও ঠিক করিনি। এখানে আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। সর্বশেষ গ্রীষ্মে সভাপতির (পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি) সঙ্গে আমার সে ধরনের চুক্তি হয়েছিল। বলা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং ক্লাবের প্রশান্তি (শৃঙ্খলা) বজায় রাখব। তাই আমি বলব, আমার সিদ্ধান্ত এখন গৌণ ব্যাপার।