Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘আশিক বানায়া আপনে’ সিনেমার চুমুর দৃশ্য নিয়ে মুখ খুললেন তনুশ্রী দত্ত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ২১৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। ছবিতে ইমরানের সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভুলতে পারেনি কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনু। জানিয়েছেন ইমরানের সবগে চুমুর দৃশ্য স্বস্তিদায়ক ছিল না।

এর আগে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ করার পর ‘মিটু’ বিতর্কে উত্তাল হয় সোশ্যাল মিডিয়াসহ গোটা ভারত। ফলে ভুলতে বসা তনুশ্রী আবার চলে আসেন লাইমলাইটে। শুরু হয় তাকে নিয়ে চর্চা। এরপরই বোমা ফাটালেন ইমরান হাশমিকে নিয়ে।

জানা গেছে, ‘আশিক বানায়া আপনে’ ছবির বেশ কিছু সাহসী দৃশ্যের মধ্যে অন্যতম ছিল চুমু। ছবিতে তনুশ্রী-ইমরানের গভীর চুমু নিয়ে তনুশ্রী বলছেন, ইমরানের চুমু নাকি বেশ অস্বস্তিদায়ক ছিল। যেটা বাস্তব জীবনের যৌন সম্পর্কের অনুভূতি এনে দেওয়ার মত। যা মেনে নিতে পারেননি তনুশ্রী।

কারণ, ইমরানের সঙ্গে পর্দার বাইরে কোনও গভীর সম্পর্ক নেই তনুশ্রীর। ‘সিরিয়াল কিসার’ ইমরান প্রসঙ্গে তনুশ্রী জানান, ইমরান একেবারেই ভাল নন চুমুর ক্ষেত্রে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকলেট’ সিনেমায়ও একটি চুম্বন দৃশ্য শুট করা হয়েছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আমাদের পর্দার বাইরে আসলে কোনো রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই। কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।’

‘আশিক বানায়া আপনে’ সিনেমাটি ২০০৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিনীত প্রথম চলচ্চিত্র।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

‘আশিক বানায়া আপনে’ সিনেমার চুমুর দৃশ্য নিয়ে মুখ খুললেন তনুশ্রী দত্ত

প্রকাশের সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। ছবিতে ইমরানের সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভুলতে পারেনি কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনু। জানিয়েছেন ইমরানের সবগে চুমুর দৃশ্য স্বস্তিদায়ক ছিল না।

এর আগে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ করার পর ‘মিটু’ বিতর্কে উত্তাল হয় সোশ্যাল মিডিয়াসহ গোটা ভারত। ফলে ভুলতে বসা তনুশ্রী আবার চলে আসেন লাইমলাইটে। শুরু হয় তাকে নিয়ে চর্চা। এরপরই বোমা ফাটালেন ইমরান হাশমিকে নিয়ে।

জানা গেছে, ‘আশিক বানায়া আপনে’ ছবির বেশ কিছু সাহসী দৃশ্যের মধ্যে অন্যতম ছিল চুমু। ছবিতে তনুশ্রী-ইমরানের গভীর চুমু নিয়ে তনুশ্রী বলছেন, ইমরানের চুমু নাকি বেশ অস্বস্তিদায়ক ছিল। যেটা বাস্তব জীবনের যৌন সম্পর্কের অনুভূতি এনে দেওয়ার মত। যা মেনে নিতে পারেননি তনুশ্রী।

কারণ, ইমরানের সঙ্গে পর্দার বাইরে কোনও গভীর সম্পর্ক নেই তনুশ্রীর। ‘সিরিয়াল কিসার’ ইমরান প্রসঙ্গে তনুশ্রী জানান, ইমরান একেবারেই ভাল নন চুমুর ক্ষেত্রে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকলেট’ সিনেমায়ও একটি চুম্বন দৃশ্য শুট করা হয়েছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আমাদের পর্দার বাইরে আসলে কোনো রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই। কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।’

‘আশিক বানায়া আপনে’ সিনেমাটি ২০০৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিনীত প্রথম চলচ্চিত্র।