Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আল-হিলালের জয়ের দিনে পেনাল্টি মিস নেইমারের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ২২১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

রিয়াদের বিপক্ষে আল হিলালের হয়ে সেটি ছিল নেইমারের অভিষেক ম্যাচ। ব্রাজিলিয়ান তারকা বদলি হয়ে মাঠে নামার পর পেনাল্টি পেয়েছিল আল হিলাল। কিন্তু নেইমারের বদলে সৌদি আরব তারকা সালেম আল-দাওসারি পেনাল্টি নেওয়ায় তাঁকে দুয়ো দিয়েছিলেন আল হিলালের সমর্থকেরা।

প্রায় দুই সপ্তাহ পর গতকাল রাতে এই সৌদি প্রো লিগের ম্যাচেই আল শাবাবের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল আল হিলাল আর মাঠেও ছিলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সৌদি উইঙ্গার সালেম আল-দাওসিরি।

কিন্তু পেনাল্টিটা নিয়েছেন নেইমার। ম্যাচটি না দেখে থাকলে কিংবা ম্যাচের ফল না জানা থাকলে পেনাল্টি থেকে নেইমার গোল করেছেন—এটা ভেবে নেওয়াই স্বাভাবিক। ভুল। মিস করছেন!

আল শাবাবের বিপক্ষে ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।

আল হিলালের হয়ে গতকালের ম্যাচে বেশ ভালোই খেলেছেন নেইমার। স্বভাবসুলভ পারফর্ম্যান্সে প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়েছেন তিনি। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি। তবে ম্যাচের ৩৭ মিনিটের সময় পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আল হিলালের হয়ে এখনো গোলের মুখ দেখেননি তিনি।

এই ম্যাচে শুধু পেনাল্টিটাই মিস করেছেন নেইমার। এ ছাড়া তাঁর পারফরম্যান্স ছিল বেশ ভালো। কর্নার থেকে ৬৮ মিনিটে কালিদু কুলিবালিকে দিয়ে গোল করিয়েছেন। গোলের আরও ৩টি ভালো সুযোগও তৈরি করেছিলেন।

এরপর ম্যাচের ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোলটি করেন মিত্রোভিচ। শাবাবের বক্সে ঢুকে সার্বিয়ান তারকাকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন নেইমারই। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল হিলাল।

গতকালের ম্যাচে জয়ে প্রো লিগের শীর্ষ স্থানে ওঠে এসেছে আল হিলাল। তবে নিজের নতুন ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেতে নেইমারের প্রতীক্ষার পালা রয়েই গেলো এখনো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

আল-হিলালের জয়ের দিনে পেনাল্টি মিস নেইমারের

প্রকাশের সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

রিয়াদের বিপক্ষে আল হিলালের হয়ে সেটি ছিল নেইমারের অভিষেক ম্যাচ। ব্রাজিলিয়ান তারকা বদলি হয়ে মাঠে নামার পর পেনাল্টি পেয়েছিল আল হিলাল। কিন্তু নেইমারের বদলে সৌদি আরব তারকা সালেম আল-দাওসারি পেনাল্টি নেওয়ায় তাঁকে দুয়ো দিয়েছিলেন আল হিলালের সমর্থকেরা।

প্রায় দুই সপ্তাহ পর গতকাল রাতে এই সৌদি প্রো লিগের ম্যাচেই আল শাবাবের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল আল হিলাল আর মাঠেও ছিলেন গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা সৌদি উইঙ্গার সালেম আল-দাওসিরি।

কিন্তু পেনাল্টিটা নিয়েছেন নেইমার। ম্যাচটি না দেখে থাকলে কিংবা ম্যাচের ফল না জানা থাকলে পেনাল্টি থেকে নেইমার গোল করেছেন—এটা ভেবে নেওয়াই স্বাভাবিক। ভুল। মিস করছেন!

আল শাবাবের বিপক্ষে ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।

আল হিলালের হয়ে গতকালের ম্যাচে বেশ ভালোই খেলেছেন নেইমার। স্বভাবসুলভ পারফর্ম্যান্সে প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়েছেন তিনি। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি। তবে ম্যাচের ৩৭ মিনিটের সময় পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আল হিলালের হয়ে এখনো গোলের মুখ দেখেননি তিনি।

এই ম্যাচে শুধু পেনাল্টিটাই মিস করেছেন নেইমার। এ ছাড়া তাঁর পারফরম্যান্স ছিল বেশ ভালো। কর্নার থেকে ৬৮ মিনিটে কালিদু কুলিবালিকে দিয়ে গোল করিয়েছেন। গোলের আরও ৩টি ভালো সুযোগও তৈরি করেছিলেন।

এরপর ম্যাচের ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোলটি করেন মিত্রোভিচ। শাবাবের বক্সে ঢুকে সার্বিয়ান তারকাকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন নেইমারই। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল হিলাল।

গতকালের ম্যাচে জয়ে প্রো লিগের শীর্ষ স্থানে ওঠে এসেছে আল হিলাল। তবে নিজের নতুন ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেতে নেইমারের প্রতীক্ষার পালা রয়েই গেলো এখনো।