Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।

রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।

জানা যায়, লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গেছিলেন ফরাসি আল্পস পর্বতমালায়। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আল্পসে স্কি করতে যান। রোববারও তেমন বহু মানুষ স্কি করতে উপরে গেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা। তুষারধস নামে হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে উপরে পাঠানো হয়।

এখনো পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনো থামেনি বলে জানানো হয়েছে।

প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞদের বক্তব্য, হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং এ কারণেই এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।

স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে দুইজন ট্যুর গাইড ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারপাতের ঘটনা ঘটেছে।

ম্যাটেল বলেন, এমন দুর্ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা মারা গেছে তারা আমাদের পরিচিত। আমাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

এদিকে তুষারপাতে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে তুষারপাতের ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ওই চারজন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ঘটনার আগে, লেজ কন্টামাইন্স-মন্টজোই গ্রামের একটি স্কি রিসর্ট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। সেখানে দেখা যায়, ডোমস ডি মিয়াজ নামক বৃহৎ আকৃতির প্রাচীর থেকে তুষার নেমে আসছে, যেটির একটি অংশ হিমবাহ।

২০১৪ সালে একই হিমবাহে তুষারধসে দুই ভাই মারা গিয়েছিলেন। তারা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন ও আরোহণের যথাযথভাবে সজ্জিত ছিলেন। সূত্র : বিবিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত

প্রকাশের সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।

রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।

জানা যায়, লম্বা সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গেছিলেন ফরাসি আল্পস পর্বতমালায়। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁ ব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আল্পসে স্কি করতে যান। রোববারও তেমন বহু মানুষ স্কি করতে উপরে গেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা। তুষারধস নামে হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। ধস নামা থামার পর দ্রুত সেখানে দুটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে উপরে পাঠানো হয়।

এখনো পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনো থামেনি বলে জানানো হয়েছে।

প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞদের বক্তব্য, হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এবং এ কারণেই এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।

স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে দুইজন ট্যুর গাইড ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারপাতের ঘটনা ঘটেছে।

ম্যাটেল বলেন, এমন দুর্ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা মারা গেছে তারা আমাদের পরিচিত। আমাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

এদিকে তুষারপাতে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে তুষারপাতের ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ওই চারজন ছাড়াও আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে। পাশপাশি তুষারধসে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ঘটনার আগে, লেজ কন্টামাইন্স-মন্টজোই গ্রামের একটি স্কি রিসর্ট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। সেখানে দেখা যায়, ডোমস ডি মিয়াজ নামক বৃহৎ আকৃতির প্রাচীর থেকে তুষার নেমে আসছে, যেটির একটি অংশ হিমবাহ।

২০১৪ সালে একই হিমবাহে তুষারধসে দুই ভাই মারা গিয়েছিলেন। তারা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন ও আরোহণের যথাযথভাবে সজ্জিত ছিলেন। সূত্র : বিবিসি।