স্পোর্টস ডেস্ক :
ক্রিকেট নিয়েই সাকিব আল হাসানের ধ্যান-জ্ঞান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ফুটবলের প্রতি রয়েছে অন্যরকম এক ভালোবাসা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে টিএসসিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া কিংবা ফুটবল নিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন গণমাধ্যমে একাধিকবার এসেছিল। আর এর বড় কারণ মহাতারকা লিওনেল মেসির প্রতি অসামান্য অনুরাগ। মেসির এই পাড় ভক্ত সুযোগ পেলে তাকে নিয়ে চাঁদেও যেতে চান বলে জানিয়েছিলেন।
কাতার বিশ্বকাপে মেসিরা তৃতীয় শিরোপা জয়ের পর উদযাপনে বেরিয়ে পড়েন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। গাড়ি চালিয়ে ঘুরে বেড়ান ঢাকার বিভিন্ন রাস্তায়। সাকিবের এমন ফুটবল প্রেমের গল্প পৌঁছে গেছে আর্জেন্টিনার ক্রিকেট দলেও। আর তাইতো সাকিবের জন্য উপহার এসেছে আর্জেন্টিনার জার্সি। অনেক দূরত্ব ঘুচে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেলের উপহার সাকিবের হাতে পৌঁছে গেছে। একইসঙ্গে দেশটির নারী ক্রিকেট দলের অধিনায়কও জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।
শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজে শেষ টি-টোয়েন্টিতে টস শেষে ফিরছিলেন অধিনায়ক সাকিব। সেই সময় আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে আর্জেন্টিনার সেই জার্সি তুলে দেন।
পরে জার্সি হস্তান্তরের দুটি ছবি বিসিবির ফেসবুকে পেইজে শেয়ার করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের পক্ষ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।
এমনিতে সাকিব আর্জেন্টিনা ফুটবল দলের পাগল সমর্থক। কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে শুটআউটে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির দল। ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ ট্রফির দেখা পেয়েছে। আর ৫ বারের চেষ্টায় অমরত্ব পেয়েছেন মেসি। ওই ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার জেতার সঙ্গে সঙ্গেই তার জার্সি গায়ে জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছিলেন সাকিব। রাস্তায় তখনও হাজারো মানুষ উল্লাসে মত্ত।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা। মূলত মেসির কারণেই তার আর্জেন্টিনাকে সমর্থন। সাকিব মেসির এত বড় ভক্ত যে একবার একটি টিভি শোতে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল- চাঁদে যদি নিজের স্ত্রী ছাড়া আরেকজনকে নেওয়া যায়, আপনি কাকে নেবেন? এক মুহূর্ত না ভেবে সাকিব মেসির নাম বলেন। গত বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাবাসী জেনে গেছে বাংলদেশ তাদের কতটা ভালোবাসে!