Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ২১৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে বেশ কদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে তাই সত্যি হল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে খেলার চুক্তি করেছেন এমন একটি খবর রটেছিল অনেক আগে। তবে তখন জামাল নিজেই তা অস্বীকার করেছিলেন। তবে শুক্রবার (১৮ আগস্ট) এক ফেসবুক লাইভে এসে তিনি নিজেই জানিয়েছেন, আর্জেন্টাইন ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জামালকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লাবটি। আর জামাল নিজেই ফেসবুকে লাইভে প্রকাশ করেছেন এই পরিচয়পর্ব।

জামাল যে সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন, তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। গত ৯ আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরে জামালকে সোল দে মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামালের ঘনিষ্ঠজন থেকে জানা যায় আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে মাসপ্রতি প্রায় ১৫ হাজার ডলারে চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার (১৮ আগস্ট) ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জামাল। আজ রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিও। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল বলেছেন, আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে।

তিনি বাংলাদেশের পতাকা ও ক্লাবের জার্সি পরে আরও বলেছেন, আমার অনেক অভিজ্ঞতা আছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আশা করবো নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।

জামাল ভূঁইয়া সর্বশেষ গত মৌসুমে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। তার আগেই ২০১৩ সালে তিনি গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের লাল-সবুজ জর্সি। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী এবং কলকাতা লিগে মোহামেডানের হয়ে খেলেছেন।

জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ৭৫ ম্যাচ খেলা ফুটবলার। তিনি ৭৫ ম্যাচে একটি গোল করেছেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের হয়েও একটি গোল করেছিলেন। ওই গোলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে উঠেছিল। জামালের গোলে বাংলাদেশ হারিয়েছিল কাতারকে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

প্রকাশের সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে বেশ কদিন ধরেই চলছিল গুঞ্জন। অবশেষে তাই সত্যি হল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে খেলার চুক্তি করেছেন এমন একটি খবর রটেছিল অনেক আগে। তবে তখন জামাল নিজেই তা অস্বীকার করেছিলেন। তবে শুক্রবার (১৮ আগস্ট) এক ফেসবুক লাইভে এসে তিনি নিজেই জানিয়েছেন, আর্জেন্টাইন ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জামালকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লাবটি। আর জামাল নিজেই ফেসবুকে লাইভে প্রকাশ করেছেন এই পরিচয়পর্ব।

জামাল যে সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন, তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। গত ৯ আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরে জামালকে সোল দে মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামালের ঘনিষ্ঠজন থেকে জানা যায় আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে মাসপ্রতি প্রায় ১৫ হাজার ডলারে চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার (১৮ আগস্ট) ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জামাল। আজ রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিও। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল বলেছেন, আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে।

তিনি বাংলাদেশের পতাকা ও ক্লাবের জার্সি পরে আরও বলেছেন, আমার অনেক অভিজ্ঞতা আছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আশা করবো নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।

জামাল ভূঁইয়া সর্বশেষ গত মৌসুমে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। তার আগেই ২০১৩ সালে তিনি গায়ে জড়িয়েছিলেন জাতীয় দলের লাল-সবুজ জর্সি। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী এবং কলকাতা লিগে মোহামেডানের হয়ে খেলেছেন।

জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ৭৫ ম্যাচ খেলা ফুটবলার। তিনি ৭৫ ম্যাচে একটি গোল করেছেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের হয়েও একটি গোল করেছিলেন। ওই গোলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে উঠেছিল। জামালের গোলে বাংলাদেশ হারিয়েছিল কাতারকে।