Dhaka মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও দুই একদিন বৃষ্টির সম্ভাবনা নেই

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ১৮৯ জন দেখেছেন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বৃষ্টির সম্ভাবনা নেই; তবে আকাশ আংশিংক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার (১৭ই জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আদ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র তাপপ্রবাহের মাঝেই বেড়েছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ নিউমোনিয়ার প্রকোপ। ভোলা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন তিন থেকে চারগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে।

চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। শয্যা সংকট থাকায় একই বিছানায় চিকিৎসা চলছে তিন থেকে চার জনের। একই সাথে হাসপাতালে নোংরা পরিবেশে উল্টো আক্রান্ত হচ্ছেন রোগীর স্বজনরা।

হাসপাতালের একজন নার্স বলেন, হাসপাতালে বেডের সংকট আছে। আমাদের বেডের সংখ্যা মাত্র ১৫টা। আজকেও রোগী এসেছেন ৮১ জন যেখানে আমরা নার্স আমরা মাত্র দুইজন। তাই সেবা দিতে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে।

ভোলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাকিল আহমেদ বলেন, , গরম ও করোনার প্রভাবেই বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা।

গত ১০ দিনে ভোলা সদর হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়েছে ৩৮৯ জন শিশু। যার মধ্যে দুই শতাধিকের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত। একই অবস্থা জেলা ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আরও দুই একদিন বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশের সময় : ০১:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বৃষ্টির সম্ভাবনা নেই; তবে আকাশ আংশিংক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার (১৭ই জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আদ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র তাপপ্রবাহের মাঝেই বেড়েছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়াসহ নিউমোনিয়ার প্রকোপ। ভোলা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন তিন থেকে চারগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে।

চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। শয্যা সংকট থাকায় একই বিছানায় চিকিৎসা চলছে তিন থেকে চার জনের। একই সাথে হাসপাতালে নোংরা পরিবেশে উল্টো আক্রান্ত হচ্ছেন রোগীর স্বজনরা।

হাসপাতালের একজন নার্স বলেন, হাসপাতালে বেডের সংকট আছে। আমাদের বেডের সংখ্যা মাত্র ১৫টা। আজকেও রোগী এসেছেন ৮১ জন যেখানে আমরা নার্স আমরা মাত্র দুইজন। তাই সেবা দিতে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে।

ভোলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাকিল আহমেদ বলেন, , গরম ও করোনার প্রভাবেই বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা।

গত ১০ দিনে ভোলা সদর হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়েছে ৩৮৯ জন শিশু। যার মধ্যে দুই শতাধিকের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত। একই অবস্থা জেলা ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।