Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

নিজস্ব প্রতিবেদক : 

২০২২ সালে বিএনপির ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা আয় হয়েছে এবং ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২০২২ সালে দলটি আয় করেছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

রোববার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা জানান। এর আগে সেখানে তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

রুহুল কবির রিজভী বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

দলটির আয়ের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর (আন্তর্জাতিক রিজার্ভ অ্যাসেট) এর অর্জিত সুদ থেকে দলটির এই টাকা আয় হয়েছে।

ব্যয়ের খাতগুলোর বিষয়ে তিনি বলেন, অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানোর খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন সময় নিহত-আহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, ইফতার মাহফিল বিবিধ।

তিনি বলেন, আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।

যুগ্ম মহাসচিব বলেন, জ্বলাও পোড়ায় কে করে আপনারা জানেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশ। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, “বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেওয়া হবে”। এই কাজ বিএনপির যুবকরা পুলিশের সামনে কখনই করতে পারবে না।

তিনি আরও বলেন, পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেফকার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে এরর মধ্যে ঠান্ডা মাথায় মোটরসাইকেলে এসে বাস পোড়াবে এটা একেবারে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।

এর আগে ২০২১ সালে দলটির আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় ছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ২০২০ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ওই বছর দলটির ব্যয় হয়েছিল ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

প্রকাশের সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

২০২২ সালে বিএনপির ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা আয় হয়েছে এবং ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২০২২ সালে দলটি আয় করেছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

রোববার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা জানান। এর আগে সেখানে তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

রুহুল কবির রিজভী বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

দলটির আয়ের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর (আন্তর্জাতিক রিজার্ভ অ্যাসেট) এর অর্জিত সুদ থেকে দলটির এই টাকা আয় হয়েছে।

ব্যয়ের খাতগুলোর বিষয়ে তিনি বলেন, অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানোর খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন সময় নিহত-আহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, ইফতার মাহফিল বিবিধ।

তিনি বলেন, আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।

যুগ্ম মহাসচিব বলেন, জ্বলাও পোড়ায় কে করে আপনারা জানেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশ। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, “বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেওয়া হবে”। এই কাজ বিএনপির যুবকরা পুলিশের সামনে কখনই করতে পারবে না।

তিনি আরও বলেন, পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেফকার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে এরর মধ্যে ঠান্ডা মাথায় মোটরসাইকেলে এসে বাস পোড়াবে এটা একেবারে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।

এর আগে ২০২১ সালে দলটির আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় ছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ২০২০ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ওই বছর দলটির ব্যয় হয়েছিল ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।