Dhaka সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি পেল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৭ ডিসেম্বর) জারি করা এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

এতে বলা হয়, রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয়- এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসটআর) চাওয়া হবে না।

সরকারি দপ্তরগুলোর ক্ষেত্রে কর-সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র দাখিল নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াগত জটিলতা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি পেল রেলওয়ে

প্রকাশের সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৭ ডিসেম্বর) জারি করা এক আদেশে এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

এতে বলা হয়, রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয়- এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসটআর) চাওয়া হবে না।

সরকারি দপ্তরগুলোর ক্ষেত্রে কর-সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র দাখিল নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াগত জটিলতা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।