Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক : 

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তা গেজেট আকারে প্রকাশ করা হয় আয়কর আইন, ২০২৩ এর ‌‘অথেনটিক ইংলিশ টেক্সট’ হিসেবে।

শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এনবিআর।

এনবিআর জানায়, বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩ কার্যকর হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা এর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। কারণ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিলের পর নতুন আইনের কেবল বাংলা সংস্করণ কার্যকর ছিল, ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেনটিক ইংলিশ টেক্সেট (Authentic English Text) প্রকাশের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই এই দুটি আইনের ইংরেজি সংস্করণ সরকারি গেজেটে প্রকাশ করা হবে বলে আশা করছে সংস্থাটি।

রাজস্ব বোর্ডের মতে, এ পদক্ষেপের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং বাংলাদেশের করব্যবস্থা আরও আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিনিয়োগবান্ধব রূপ পাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই : ইসি আনোয়ারুল

আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর

প্রকাশের সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তা গেজেট আকারে প্রকাশ করা হয় আয়কর আইন, ২০২৩ এর ‌‘অথেনটিক ইংলিশ টেক্সট’ হিসেবে।

শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এনবিআর।

এনবিআর জানায়, বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩ কার্যকর হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা এর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। কারণ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিলের পর নতুন আইনের কেবল বাংলা সংস্করণ কার্যকর ছিল, ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেনটিক ইংলিশ টেক্সেট (Authentic English Text) প্রকাশের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই এই দুটি আইনের ইংরেজি সংস্করণ সরকারি গেজেটে প্রকাশ করা হবে বলে আশা করছে সংস্থাটি।

রাজস্ব বোর্ডের মতে, এ পদক্ষেপের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং বাংলাদেশের করব্যবস্থা আরও আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিনিয়োগবান্ধব রূপ পাবে।