Dhaka বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমি-ডামি নির্বাচন করে লাভ হবে না: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক : 

আমি আর ডামি নির্বাচন করে লাভ নেই। জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ১৫ বছরের দুঃশাসনের কারণে সারাজীবন জেলে থাকার ভয়েই একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে সরকার। অন্যায় অবিচার আর দুর্নীতি করার কারণে আজীবন জেলে থাকার ভয় আর অর্থের লোভে সরকারকে ক্ষমতায় থাকতে হবে বলেই একতরফা নির্বাচন করছে।

তিনি বলেন, জনগণের ওপর গত ১৫ বছর যে সীমাহীন নির্যাতন চালিয়েছে সরকার তাতে ক্ষমতায় না থাকলে কী পরিণতি হবে সেই ভয়ও তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। তাদের ভয় আর লোভ থেকে যে নির্বাচনী প্রহসনের আয়োজন তাতে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এই ভোটে জনগণ অংশ নেবে না।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাই ভোট বর্জন করে অসহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

নজরুল ইসলাম খান বলেন, আগে দেখেছি চুরি বা জালিয়াতি হতো গোপনে। কিন্তু ১৮ সালে নির্বাচন কমিশন, প্রশাসন আর আওয়ামী লীগ মিলে জনসমক্ষে ভোট ডাকাতি করে নিয়ে গেছে। এখন যে প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে তা অত্যন্ত হাস্যকর। সিন্ডিকেট করে বাজার লুট, ব্যাংক লুট, শেয়ারবাজার লুটের যে মহোৎসব আওয়ামী লীগ চালিয়েছে, সেই লোভেই তারা ক্ষমতা ছাড়তে চায় না।

ভাগবাটোয়ারার নির্বাচন বন্ধ এবং আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, গণফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, খ্যাতিমান আলোকচিত্রি ও মানবাধিকার সংগঠক ড. শহীদুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত  মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

আমি-ডামি নির্বাচন করে লাভ হবে না: নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ০৮:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আমি আর ডামি নির্বাচন করে লাভ নেই। জনগণ তা কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ১৫ বছরের দুঃশাসনের কারণে সারাজীবন জেলে থাকার ভয়েই একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে সরকার। অন্যায় অবিচার আর দুর্নীতি করার কারণে আজীবন জেলে থাকার ভয় আর অর্থের লোভে সরকারকে ক্ষমতায় থাকতে হবে বলেই একতরফা নির্বাচন করছে।

তিনি বলেন, জনগণের ওপর গত ১৫ বছর যে সীমাহীন নির্যাতন চালিয়েছে সরকার তাতে ক্ষমতায় না থাকলে কী পরিণতি হবে সেই ভয়ও তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। তাদের ভয় আর লোভ থেকে যে নির্বাচনী প্রহসনের আয়োজন তাতে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এই ভোটে জনগণ অংশ নেবে না।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাই ভোট বর্জন করে অসহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

নজরুল ইসলাম খান বলেন, আগে দেখেছি চুরি বা জালিয়াতি হতো গোপনে। কিন্তু ১৮ সালে নির্বাচন কমিশন, প্রশাসন আর আওয়ামী লীগ মিলে জনসমক্ষে ভোট ডাকাতি করে নিয়ে গেছে। এখন যে প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে তা অত্যন্ত হাস্যকর। সিন্ডিকেট করে বাজার লুট, ব্যাংক লুট, শেয়ারবাজার লুটের যে মহোৎসব আওয়ামী লীগ চালিয়েছে, সেই লোভেই তারা ক্ষমতা ছাড়তে চায় না।

ভাগবাটোয়ারার নির্বাচন বন্ধ এবং আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, গণফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, খ্যাতিমান আলোকচিত্রি ও মানবাধিকার সংগঠক ড. শহীদুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত  মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার প্রমুখ।