রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের চিশতিয়া ফিলিং স্টেশন থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ‘চুরি হয়েছে’ বলে সাভার থানায় অভিযোগ করা হয়েছে।
পরিবহন কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
হানিফ এন্টারপ্রাইজ বলছে, বাসটি তাদের অন্যতম মালিক কফিল উদ্দিনের। কফিল উদ্দিন সাভারের বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও।
হানিফ এন্টারপ্রাইজের কফিল উদ্দিন সেকশনের কর্মকর্তা নুর ইসলাম বলেন, হিনো ওয়ান যে সিরিজের এই বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-২৬১৭) ঢাকা থেকে দিনাজপুর রুটে চলত। হানিফের নিজস্ব পেট্রলপাম্প চিশতিয়া ফিলিং স্টেশনে আরো অন্যান্য বাসের সঙ্গে এটি পার্ক করা ছিল। সেখান থেকে নাইট গার্ডকে ট্রিপের কথা বলে বাসটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
নুর ইসলাম বলেন, এরপর আমি ধামরাই, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় লোক পাঠাইছি, আমি নিজে গাড়ি নিয়ে খুঁজতে বের হয়েছি কিন্তু বাসটা এখনো পাইনি। গাড়ি না পেয়ে সাভার থানায় আমরা অভিযোগ করেছি।
সাভার থানার ওসি বলছেন, “আমরা আমাদের টিম পাঠিয়েছি, ওরা ফিরে এলে বলা যাবে ঘটনাটি কি ঘটেছে।”
এর আগে গত বছরের নভেম্বরে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চুরি হয়।
পরে পাঁচবিবি-হিলি সড়কে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায় বাসটি। তবে ওই বাসটির খোয়া গেছে চারটি চাকা, ব্যাটারি আর প্রায় ১০০ লিটার ডিজেল খোয়া যায়।