Dhaka রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘মা-বোনরা জানে হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সকলের (ভোটার) প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটা দিন আমার সঙ্গে থাকেন, আমি আগামী পাঁচটা বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।’

রুমিন ফারহানা বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।

এ স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান।

এ ছাড়া রুমিন ফারহানা উপজেলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বচনি জনসভায় অংশ নেন।

বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক ‘হাঁস’। বিএনপি থেকে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘মা-বোনরা জানে হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সকলের (ভোটার) প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটা দিন আমার সঙ্গে থাকেন, আমি আগামী পাঁচটা বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।’

রুমিন ফারহানা বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।

এ স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান।

এ ছাড়া রুমিন ফারহানা উপজেলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বচনি জনসভায় অংশ নেন।

বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক ‘হাঁস’। বিএনপি থেকে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেয়া হয়েছে।