বিনোদন ডেস্ক :
গত ফেব্রুয়ারির ঘটনা, গান শুনতে আসা এক নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়ে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন ভারতের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই চুমুর ভিডিও। আর এতে সমালোচনার মুখে পড়েন গায়ক।
এবার উদিত নারায়ণের সেই চুমুকাণ্ড নিয়ে মন্তব্য করলেন ভারতীয় অভিনেতা-গায়ক অমিত ট্যান্ডন। গায়ককে রীতিমতো কড়া ভাষায় কটাক্ষ করেন অভিনেতা।
অভিনেতা বলেন, ‘আমি বলতে চাই যে উদিত একজন কামুক বৃদ্ধ। আমি জানি না, এটা বলা কি ঠিক কিনা! কেউ যদি একটু সুযোগ করে তখন উনি তার সুবিধা নিতে ছাড়েন না।’
অমিত ট্যান্ডন বলেন, ‘অনুরাগীরা তো এমন করবেই, আমার এমন শো- ও হয়েছে, যেখানে লোকজন কাছে আসার চেষ্টা করে, কিন্তু এটা নির্ভর করে আপনি তাদের কতটা অনুমতি দেবেন। সবকিছুরই সীমা থাকা উচিত। যদি আমি সেখানে থাকতাম আর আমার বান্ধবী বা স্ত্রী মঞ্চে ছবি তোলার জন্য যেত এবং এইরকম কিছু ঘটত, তাহলে আমি তাকে তখনই ধরে পেটাতাম। খুব মারতাম।’ শুধু তাই নয়, উদিত পুত্র আদিত্যকেও ‘পথভ্রষ্ট ছেলে’ বলে তোপ দাগেন অমিত।
উদতের ছেলে আদিত্য নারায়ণও বহুবার জনসমক্ষে উগ্র আচরণ করেছেন। একবার এক কনসার্টে গিয়ে ও মাইক ছুঁড়ে ফেলেছিল। তার সেই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওটা অত্যন্ত অপেশাদার ব্যবহার ছিল। এটাই বুঝিয়ে দেয় যে আপনি কতটা খারাপ।’