আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি বলেন, আমার মেয়ে অক্ষতা মূর্তিই তার স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে। সম্প্রতি অনলাইনে প্রচারিত এক ভিডিওতে তিনি এ দাবি করেছেন।
ভিডিওতে দেখা গেছে, ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে মেয়ের কৃতিত্ব বর্ণনার পাশাপাশি সুধা মূর্তি বলন, তার মেয়ের জন্যই ঋষি সুনাক যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
সুধা আরও বলেন, একজন স্ত্রী তার স্বামীকে অনেক বদলে দিতে পারেন। তবে আমি আমার স্বামীকে বদলাতে পারিনি। কিন্তু ঋষিকে অনেক পালটে দিয়েছে অক্ষতা মূর্তি। স্বাস্থ্যকর খাদ্যাভাস থেকে শুরু করে ধর্মপালনের মতো নানা বিষয়ে ঋষিকে অনেক সাহায্য করেছে। মূর্তি পরিবারের নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার উপোস করে আমাদের জামাই।
সুধা মূর্তি আরও বলেন, আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি। আর আমার মেয়ে তার স্বামীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বানিয়েছে। এটিই হচ্ছে একজন স্ত্রীর গৌরব। দেখুন একজন স্ত্রী কিভাবে তার স্বামীর জীবন বদলে দিতে পারে।
সুধা মূর্তি তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি তার ভিডিওতে আরও জানিয়েছেন, মূর্তি পরিবারে খাদ্যাভ্যাস কিভাবে ঋষির জীবন বদলে দিয়েছে। তিনি বলেছেন, মূর্তি পরিবার দীর্ঘদিন ধরে প্রতি বৃহস্পতিবার উপবাস রীতি অনুসরণ করে আসছে। বৃহস্পতিবার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এদিন আমরা ইনফোসিস শুরু করেছিলাম। ঋষির পূর্বপুরুষেরা ১৫০ বছর ধরে ইংল্যান্ডে রয়েছেন। তারা খুব ধার্মিক পরিবার এবং ঋষির মা প্রতি সোমবার উপবাস পালন করতেন; কিন্তু আমার মেয়েকে বিয়ের পর ঋষি প্রতি বৃহস্পতিবার উপবাস থাকে।
৪২ বছর বয়সী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি মাত্র সাত বছরের ব্যবধানে এমপি থেকে প্রধানমন্ত্রী হয়েছেন।
I made my husband a businessman. My daughter made her husband Prime Minister of UK !
– Sudhamurthy pic.twitter.com/031ByqhDWZ
— Vishweshwar Bhat (@VishweshwarBhat) April 23, 2023
সুধা মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে ২০০৯ সালে বিয়ে করেন ঋষি সুনাক। তার শ্বশুর বহুজাতিক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় ধনকুবের নারায়ণ মূর্তি। শাশুড়ি সুধা মূর্তি সাহিত্যিক ও সমাজসেবী হিসেবে পরিচিত। কম যান না অক্ষতাও। ঋষির স্ত্রী ছাড়াও একাধিক পরিচয় রয়েছে তার।
পেশায় ফ্যাশন ডিজাইনার অক্ষতার সঙ্গে ঋষির দেখা হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার সময়। ২০০৯ সালে বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের। অক্ষতার ব্যক্তিগত সহায়সম্পত্তির পরিমাণ ৭৩ কোটি পাউন্ড।
তবে সম্পত্তি, আয়কর এবং রাশিয়ার সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’-এর কারণে যুক্তরাজ্যে তদন্তের মুখে পড়েছিলেন তিনি। যেসব ব্যক্তি বিদেশি নাগরিক, কিন্তু পেশাগত কারণে যুক্তরাজ্যে থাকেন, তাদের একটি বিশেষ কর দিতে হয়। ‘প্রভাব খাটিয়ে’ সেই কর ফাঁকির অভিযোগ উঠেছিল অক্ষতার বিরুদ্ধে।
বারবার বিতর্কের মুখে পড়ায় ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমবার হেরে যাওয়ার পর গত বছর অক্ষতার দিকে আঙুল তুলেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। তবে সম্প্রতি সুধা মূর্তি বলেছেন, ঋষি সুনাককে তার মেয়েই প্রধানমন্ত্রী করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষতা মূর্তি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ভারতে, যেখানে তার বাবা দেশের অন্যতম বড় একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবার পার্লামেন্ট সদস্য হন সুনাক। আর তার মাত্র সাত বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।