হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
সদ্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও বাস্তবে তা সঠিক নয়। যদি তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতো, তবে একজন বীর উত্তমের বিধবা স্ত্রীকে ৮ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় রাখত না। আসলে তাদের ভেতরে রাজাকারদের উপস্থিতি রয়েছে। আওয়ামী লীগের নেত্রী হাসিনা একজন ডাইনী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অনেক নির্যাতন করেছেন। তিনি একজন বীর উত্তমের বিধবা স্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি- আসলে ব্যাপারটি ঠিক নয়।
ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ-বাহুবল উপজেলার মানুষের সঙ্গে আমার রক্তের বন্ধন আছে। আমার পিতা টেকনোক্রেট মন্ত্রী থাকাকালে এ অঞ্চলে বহু উন্নয়ন করেছেন। তিনি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী ছিলেন। সুযোগ পেলে এখানে একটি উচ্চশিক্ষিত সমাজ গড়ে তুলে এলাকার উন্নয়নকে মডেল হিসেবে দাঁড় করাব। নার্সিং কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা প্রয়োজন—ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা, ব্যালট সুরক্ষা- সব ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। তাই আগাম নির্বাচন নিয়েও গভীর সন্দেহ তৈরি হয়েছে।
দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি 





















