নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।
শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজন ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন, তা বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।
নুরুল হক নুর বলেন, এর আগেও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ হয়েছে গণ অধিকার পরিষদের। নারায়ণগঞ্জের তরুণদের কাছে প্রশ্ন রাখতে চাই-যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।
তিনি বলেন, বাংলাদেশে গত পঞ্চাশ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে সুন্দর দেশ হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, আমরা যেই রক্ত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দিয়েছি আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 





















