Dhaka রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরাই নির্বাচন করতে চাই, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। আমরাই নির্বাচন করতে চাই, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘সময় খুবই সংক্ষিপ্ত, মাত্র ছয় সপ্তাহ। তাই এখানে কারও চাপের বিষয় নেই। আমরা নিজেরাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সময়মতো বিষয়গুলোর সমাধান করতে পারব। আর অন্যান্য দেশ আমাদের সঙ্গে কতটা ভালো সম্পর্ক রাখবে, সেটি তাদের সিদ্ধান্তের বিষয়, আমাদের নয়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদের ধরার বিষয়ে বলা হতো।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিচার কখনো সময় বেঁধে হয় না। তারপরও সরকার সার্বিকভাবে চেষ্টা করবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।’

হাদি হত্যার বিচার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা অপরাধীদের ফেরত আনার চেষ্টা করছি। এখনো শতভাগ নিশ্চিত করে আমরা বলতে পারছি না। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে জড়িতরা নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন।

তিনি বলেন, ইন্টারোগেশন থেকে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে, তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি আমরা সুনির্দিষ্ট কোনো অবস্থান শনাক্ত করতে পারি, তাহলে ভারতকে বলতে পারব যে অমুক জায়গায় তিনি আছেন, তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করা হোক।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমনিতেই ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রয়েছে। দেখা যাক, এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি।’

বিচার কখনোই সময় নির্দিষ্ট করে দেয়া যায় না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি সম্পূর্ণ আদালতের বিষয়। তবে আপনারা জানেন, ইতিমধ্যেই চার্জশিট দেয়ার সিদ্ধান্ত হয়েছে। চার্জশিট বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপ, যা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে এবং পুলিশই তা করবে। এরপর সরকারের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে, যেন যতদ্রুত সম্ভব অপরাধীকে বিচারের মুখোমুখি করা যায় এবং শাস্তি নিশ্চিত করা হয়। বিচার কার্যক্রম পরিচালনা করবে আদালত, সরকার সার্বিক সহযোগিতা করবে।’

এর আগে সকালে মুন্সীগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

আমরাই নির্বাচন করতে চাই, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। আমরাই নির্বাচন করতে চাই, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘সময় খুবই সংক্ষিপ্ত, মাত্র ছয় সপ্তাহ। তাই এখানে কারও চাপের বিষয় নেই। আমরা নিজেরাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সময়মতো বিষয়গুলোর সমাধান করতে পারব। আর অন্যান্য দেশ আমাদের সঙ্গে কতটা ভালো সম্পর্ক রাখবে, সেটি তাদের সিদ্ধান্তের বিষয়, আমাদের নয়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদের ধরার বিষয়ে বলা হতো।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিচার কখনো সময় বেঁধে হয় না। তারপরও সরকার সার্বিকভাবে চেষ্টা করবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।’

হাদি হত্যার বিচার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা অপরাধীদের ফেরত আনার চেষ্টা করছি। এখনো শতভাগ নিশ্চিত করে আমরা বলতে পারছি না। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে জড়িতরা নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন।

তিনি বলেন, ইন্টারোগেশন থেকে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে, তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি আমরা সুনির্দিষ্ট কোনো অবস্থান শনাক্ত করতে পারি, তাহলে ভারতকে বলতে পারব যে অমুক জায়গায় তিনি আছেন, তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করা হোক।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমনিতেই ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রয়েছে। দেখা যাক, এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি।’

বিচার কখনোই সময় নির্দিষ্ট করে দেয়া যায় না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি সম্পূর্ণ আদালতের বিষয়। তবে আপনারা জানেন, ইতিমধ্যেই চার্জশিট দেয়ার সিদ্ধান্ত হয়েছে। চার্জশিট বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপ, যা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে এবং পুলিশই তা করবে। এরপর সরকারের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে, যেন যতদ্রুত সম্ভব অপরাধীকে বিচারের মুখোমুখি করা যায় এবং শাস্তি নিশ্চিত করা হয়। বিচার কার্যক্রম পরিচালনা করবে আদালত, সরকার সার্বিক সহযোগিতা করবে।’

এর আগে সকালে মুন্সীগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।