Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

আবারো বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সংকটের কারণে শনিবার রাত সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত ১৬ জুলাই দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে চার দিন বন্ধ থাকার পর গত ২০ জুলাই দুপুর থেকে আবারও উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের।

দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বেশ কয়েকবার কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটের উৎপাদন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

আবারো বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

প্রকাশের সময় : ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

আবারো বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সংকটের কারণে শনিবার রাত সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত ১৬ জুলাই দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে চার দিন বন্ধ থাকার পর গত ২০ জুলাই দুপুর থেকে আবারও উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের।

দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বেশ কয়েকবার কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটের উৎপাদন।