Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ‘গঙ্গা বিলাসে’ সুন্দরবনে বিদেশি পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক : 

ভারতীয় পর্যটকবাহী প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ করে আবারও সুন্দরবনে এসেছেন বিদেশি পর্যটকরা। এবারের যাত্রায় চার জন সুইস এবং দুই জন জার্মান পর্যটক আছেন।

বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় সুন্দরবনের ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব দিয়ে তারা বনে প্রবেশ করেছেন।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সাইফুল বারী জানান, সকাল ১০টায় পর্যটকবাহী প্রমোদতরীটি এখানে আসে। পরে বনবিভাগের নির্ধারিত রাজস্ব কেটে তারা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের উদ্দেশে রওনা দেন।

খুলনা বনাঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রমোদতরি গঙ্গা বিলাসে করে তাঁরা যাবেন সুন্দরবনের কচিখালী এলাকায়। সেখানে ভ্রমণের পরদিন শুক্রবার (২৪ মার্চ) তাঁরা কটকা এলাকার জামতলা সি বিচ ঘুরে দেখে রাতেই আবার ওই প্রমোদতরিতে উঠবেন।

কুমার দো আরও বলেন, এদিন পশুর নদী পাড়ি দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরিতে করে শনিবার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে আবার নদীপথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন করতে যাবেন এই বিদেশি পর্যটকেরা। এরপর ইমিগ্রেশন সম্পন্ন করে রোববার ভারতের উদ্দেশে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে চার জন সুইস, দুই জন জার্মান ও একজন অস্ট্রেলিয়ানসহ ২৮ জন পর্যটক নিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী দিয়ে সুন্দরবনের নৌসীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস। পরদিন ৪ ফেব্রুয়ারি পর্যটকবাহী বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি মোংলা বন্দরের জেটিতে আসলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী অভ্যার্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় পর্যটক ছাড়া বাকি পর্যটকরা গত ১৯ মার্চ ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বিন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

আবারও ‘গঙ্গা বিলাসে’ সুন্দরবনে বিদেশি পর্যটকরা

প্রকাশের সময় : ১২:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ভারতীয় পর্যটকবাহী প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ করে আবারও সুন্দরবনে এসেছেন বিদেশি পর্যটকরা। এবারের যাত্রায় চার জন সুইস এবং দুই জন জার্মান পর্যটক আছেন।

বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় সুন্দরবনের ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব দিয়ে তারা বনে প্রবেশ করেছেন।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সাইফুল বারী জানান, সকাল ১০টায় পর্যটকবাহী প্রমোদতরীটি এখানে আসে। পরে বনবিভাগের নির্ধারিত রাজস্ব কেটে তারা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের উদ্দেশে রওনা দেন।

খুলনা বনাঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রমোদতরি গঙ্গা বিলাসে করে তাঁরা যাবেন সুন্দরবনের কচিখালী এলাকায়। সেখানে ভ্রমণের পরদিন শুক্রবার (২৪ মার্চ) তাঁরা কটকা এলাকার জামতলা সি বিচ ঘুরে দেখে রাতেই আবার ওই প্রমোদতরিতে উঠবেন।

কুমার দো আরও বলেন, এদিন পশুর নদী পাড়ি দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরিতে করে শনিবার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে আবার নদীপথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন করতে যাবেন এই বিদেশি পর্যটকেরা। এরপর ইমিগ্রেশন সম্পন্ন করে রোববার ভারতের উদ্দেশে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে চার জন সুইস, দুই জন জার্মান ও একজন অস্ট্রেলিয়ানসহ ২৮ জন পর্যটক নিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী দিয়ে সুন্দরবনের নৌসীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস। পরদিন ৪ ফেব্রুয়ারি পর্যটকবাহী বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি মোংলা বন্দরের জেটিতে আসলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী অভ্যার্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় পর্যটক ছাড়া বাকি পর্যটকরা গত ১৯ মার্চ ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বিন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।