নিজস্ব প্রতিবেদক :
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামতে মিন্টুর সামনে আর কোনও আইনি বাধা রইল না।
এর আগে রিটার্নিং কর্মকর্তা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক আপিলটি করেছিলেন। আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রাখে ইসি।
বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে আপিল আবেদনে বলা হয়, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিন্তু, হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন, ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। যদিও তার সপক্ষে কোনও তথ্য দেননি। কিন্তু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল আউয়াল মিন্টু থাইল্যান্ডে গেছেন। ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছেনও মার্কিন পাসপোর্ট ব্যবহার করে। ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকলে এটা সম্ভব ছিল না।
আপিলে আরও জানানো হয়, হলফনামায় বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এ কারণে তার প্রার্থিতা বাতিল হতে পারে।
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন করেন আব্দুল আউয়াল মিন্টু। এ সংক্রান্ত টাকাও জমা দেন তিনি।
এদিকে, আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে ইসি। তবে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ঋণ সংক্রান্ত বিষয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়।
নিজস্ব প্রতিবেদক 





















