Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আফগান সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরই আঁচ করা গিয়েছিল, নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালের পুরোপুরি ফিট না হয়ে খেলতে নামায় হেড কোচ-বিসিবি প্রধানের অসন্তোষ আর হঠাৎ লিটন দাসকে সহ-অধিনায়ক ঘোষণায় ছিল বড় ইঙ্গিত।

তামিম ইকবালের হঠাৎ অবসরে ওয়ানডে দলের অধিনায়কত্বের পদটা ফাঁকা হয়েছিল। লিটন সেই শূন্যস্থান পূরণ করবে জানিয়েছে বিসিবি।

শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সহ-অধিনায়ক ছিলেন লিটন। ফলে লিটনই যে আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন তেমন কথা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

বাকি দুই ওয়ানডের জন্য নেতৃত্ব পাওয়া লিটন এর আগে সাকিব-তামিমের ইনজুরির কারণে ব্যাকআপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ডিসেম্বরে তামিমের চোটে ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়ক ছিলেন লিটন। ওই সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল।

গত মাসে (জুনে) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও সাকিবের চোটের কারণে অধিনায়কত্ব পান লিটন। সেই টেস্টে রেকর্ড গড়ে জেতে বাংলাদেশ। এছাড়া একটি টি-টোয়েন্টি ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবশ্য সে ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এবার লিটনের সামনে কঠিন চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে টাইগারদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আফগান সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

প্রকাশের সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরই আঁচ করা গিয়েছিল, নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালের পুরোপুরি ফিট না হয়ে খেলতে নামায় হেড কোচ-বিসিবি প্রধানের অসন্তোষ আর হঠাৎ লিটন দাসকে সহ-অধিনায়ক ঘোষণায় ছিল বড় ইঙ্গিত।

তামিম ইকবালের হঠাৎ অবসরে ওয়ানডে দলের অধিনায়কত্বের পদটা ফাঁকা হয়েছিল। লিটন সেই শূন্যস্থান পূরণ করবে জানিয়েছে বিসিবি।

শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সহ-অধিনায়ক ছিলেন লিটন। ফলে লিটনই যে আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন তেমন কথা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

বাকি দুই ওয়ানডের জন্য নেতৃত্ব পাওয়া লিটন এর আগে সাকিব-তামিমের ইনজুরির কারণে ব্যাকআপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ডিসেম্বরে তামিমের চোটে ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়ক ছিলেন লিটন। ওই সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল।

গত মাসে (জুনে) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও সাকিবের চোটের কারণে অধিনায়কত্ব পান লিটন। সেই টেস্টে রেকর্ড গড়ে জেতে বাংলাদেশ। এছাড়া একটি টি-টোয়েন্টি ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবশ্য সে ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এবার লিটনের সামনে কঠিন চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে টাইগারদের।