আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে।
স্থানীয় রোববার (১৭ মার্চ) সময় ভোরে হেলমান্দের গ্রিশক জেলার রাজধানী কাবুল ও উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। একজন প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ এএফপিকে বলেছেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাংকার ও একটি মোটরসাইকেলের মধ্যে’ দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আরো ৩৮ জন আহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্য বিভাগ জানিয়েছে। আহতদের মধ্যে ১১ জন গুরুতর আহত এবং ২৭ জনের সামান্য আঘাত রয়েছে।
সংঘর্ষের ফলে যানবাহনগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলমান্দের তথ্য বিভাগের শেয়ার করা ছবিগুলোতে পোড়া, দুমড়েমুচড়ে যাওয়া ধাতু এবং ট্যাংকারের চূর্ণ-বিচূর্ণ কেবিন দেখানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।
হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কুদরতউল্লাহ বলেন, একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সড়কের ভঙ্গুর অবস্থা ও চালকদের খামখেয়ালিপনার কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে বিবেচিত।
তথ্য বিভাগ অনুসারে, হেলমান্দের ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি হেরাত শহর থেকে রাজধানী কাবুলে যাচ্ছিল। বাসটির সঙ্গে প্রথমে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং উভয় আরোহী নিহত হয়। একই সঙ্গে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার থেকে হেরাতের দিকে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এবং আগুনের সূত্রপাত হয়। এতে ট্যাংকারে থাকা তিনজন এবং বাসের ১৬ জন যাত্রী নিহত হয়।
এএফপি বলেছে, আফগানিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়। আংশিকভাবে দুর্বল রাস্তা, হাইওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাব এর পেছনে দায়ী। ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানের অনেক উচ্চতার সালং পাসে একটি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনায় ৩১ জন নিহত হয় এবং আরো কয়েক ডজন আহত হয়।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। প্রায়ই সেখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। খারাপ রাস্তা ও চালকের অসতর্কতার কারণে ত দুর্ঘটনাগুলো ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেলমান্দ ট্র্যাফিক বিভাগ।