স্পোর্টস ডেস্ক :
প্রথম ওয়ানডে খেলার সময়েই চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এরপরেই গুঞ্জন ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত জানা গেল, কেবল পরের ওয়ানডে না। পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৬ নভেম্বর) প্রথম ম্যাচে গ্লাভস হাতে তিনটি ক্যাচ নেন মুশফিক। পরে ব্যাটিংয়ে নেমে দলের চরম প্রয়োজনের সময় ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি।
চোটের ধরন তীব্র হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ফাঁটল ধরা পড়েছে। যার কারণে আপাতত পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনিয়র এ ক্রিকেটারকে।
আফগানদের ইনিংসে কিপিং করার সময়েই চোট পান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ম্যাচ শেষে করানো এক্স-রেতে বাম হাতের তর্জনীতে চিড় ধরা পড়ার কথা জানিয়েছেন দলের সঙ্গে থাকা ফিজিও দেলোয়ার হোসেন।
তিনি বলেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে কিপিং করার সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান মুশফিক। পরে এক্স-রে করানো হলে আঙুলের ওপরের দিকের সংযোগস্থলে চিড় ধরা পড়ে। আপাতত কনজার্ভেটিভ পর্যবেক্ষণে আছেন মুশফিক। তাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার। যথাসময়ে তার অবস্থার ব্যাপারে পরবর্তী তথ্য জানানো হবে।
একই মাঠে আগামী শনিবার ও সোমবার হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেই দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ায় যাবে বাংলাদেশ। চোটের অবস্থা বুঝে ওই সফরে মুশফিকের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।