স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে আছে শঙ্কা।
চোটের কারণে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব।
দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।
এদিকে সাকিবের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানও। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।
যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আগামী ২ অক্টোবর। ওইদিন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচেও সাকিবের খেলা নিয়ে আছে শঙ্কা। এমনকি আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না সেটিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।