স্পোর্টস ডেস্ক :
ভারত বিশ্বকাপের ১৩তম ম্যাচে রোববার (১৫ অক্টোবর) মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। রানবন্যা বইয়ে দেওয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা আড়াইটায়। এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
শক্তির বিচারে নিঃসন্দেহে এগিয়ে ইংল্যান্ড। টসও জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন আফগানিস্তানকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিল ইংলিশরা। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাড়িয়েছে তারা। বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বর্তমানরা চ্যাম্পিয়নরা। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংলিশরা।
অপরদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তানও। বাংলাদেশ কাছে ৬ উইকেট এবং ইন্ডিয়ার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানরা। নাজিবুল্লাহ জাদরানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আজমত।
ইংল্যান্ডের একাদশ:
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমত, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।