Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করছি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

আন্দোলন চলমান আছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করছি।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী, লুটেরা, গণবিরোধী, অবৈধভাবে জোর করে, সংবিধান লঙ্ঘন করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই সরকার ক্ষমতায় বসে আছে। তারা জনগণের সকল অধিকারগুলো কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার- সমস্ত কিছু কেড়ে নিয়েছে। যারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আমরা সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিতে কাজ করছি এবং ৩৬টি দল আমরা একমত হয়েছি- সরকারকে সরাতে একসঙ্গে আন্দোলন করব।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আলোচনা হয়েছে যুগপৎ আন্দোলন ও সামনে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে। সকল দলের দাবিগুলোকে নিয়ে এক দফার আন্দোলন রূপ কিভাবে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই যার যার মতো করে দফা দিয়েছি, সেগুলো কীভাবে এক দফায় আনা যায়, যুগপৎ আন্দোলন করা যায়, সেজন্য সব দলের সঙ্গে বৈঠক করছি। আজকেও দুটি দলের সঙ্গে বৈঠক করেছি। এক দফার আন্দোলনের কথা বলছি। সেটা কবে শুরু করা যায়, কীভাবে শুরু করা যায়, সেসব নিয়ে কথা বলছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি জনগণ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে জনগণ বাধ্য করবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক ও মহিউদ্দিন আবদুল কাদের। বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান বাবুল সরদার চাখার ও মহাসচিব মো. আবদুল কাদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করছি : ফখরুল

প্রকাশের সময় : ০৮:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আন্দোলন চলমান আছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করছি।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী, লুটেরা, গণবিরোধী, অবৈধভাবে জোর করে, সংবিধান লঙ্ঘন করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই সরকার ক্ষমতায় বসে আছে। তারা জনগণের সকল অধিকারগুলো কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার- সমস্ত কিছু কেড়ে নিয়েছে। যারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আমরা সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিতে কাজ করছি এবং ৩৬টি দল আমরা একমত হয়েছি- সরকারকে সরাতে একসঙ্গে আন্দোলন করব।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের আলোচনা হয়েছে যুগপৎ আন্দোলন ও সামনে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে। সকল দলের দাবিগুলোকে নিয়ে এক দফার আন্দোলন রূপ কিভাবে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই যার যার মতো করে দফা দিয়েছি, সেগুলো কীভাবে এক দফায় আনা যায়, যুগপৎ আন্দোলন করা যায়, সেজন্য সব দলের সঙ্গে বৈঠক করছি। আজকেও দুটি দলের সঙ্গে বৈঠক করেছি। এক দফার আন্দোলনের কথা বলছি। সেটা কবে শুরু করা যায়, কীভাবে শুরু করা যায়, সেসব নিয়ে কথা বলছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি জনগণ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে জনগণ বাধ্য করবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক ও মহিউদ্দিন আবদুল কাদের। বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান বাবুল সরদার চাখার ও মহাসচিব মো. আবদুল কাদের।