Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে ১৪ দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক : 

সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিলেন ১৪ নেতারা। এ সময় তারা হাসপাতালে ভর্তি থাকা পুরাতন ভবনের নিচতলায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন রোগীর খোঁজখবর নিয়েছেন ও তাদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা হাসপাতালে জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা আহত রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির হোসেন আমু জানান, সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দল করল সেটা যেমন বিবেচনায় আনা হবে না তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।

আমু সাংবাদিকদের বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকের সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন জানায় উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, এই জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।

এ সময় জোট নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীলিপ বড়ুয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে ১৪ দলের নেতারা

প্রকাশের সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিলেন ১৪ নেতারা। এ সময় তারা হাসপাতালে ভর্তি থাকা পুরাতন ভবনের নিচতলায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন রোগীর খোঁজখবর নিয়েছেন ও তাদের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা হাসপাতালে জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা আহত রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির হোসেন আমু জানান, সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দল করল সেটা যেমন বিবেচনায় আনা হবে না তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।

আমু সাংবাদিকদের বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকের সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন জানায় উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, এই জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।

এ সময় জোট নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীলিপ বড়ুয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।