Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনের সক্ষমতা হারালে প্রতিদিন হুমকি পেতাম না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেললে প্রতিদিন সরকারের কাছ থেকে হুমকি পেতাম না। সরকার শুধু বিরোধী দলকে নির্যাতনই নয়, নিশ্চিহ্ন করে দিতে চায়। সরকার গায়ের জোরে বাকশাল কায়েম করে দেশ শাসন করছে।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বিএনপির কারামুক্ত যুবদল নেতা রেজাউল করিমের বাসায় সাক্ষাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও, কাজে তার কোনো প্রমাণ নেই।

তিনি আরো বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে। বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।

ড. আব্দুল মঈন খান বলেন, দেশের কোথাও গণতন্ত্র নেই, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে।

এ সময় বিএনপি নেতাদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন মঈন খান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

ড. মঈন খান বলেন, রমজানের দিনে বাংলাদেশের তৃণমূল মানুষ ইফতার ক্রয় করতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।

আবহাওয়া

সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ

আন্দোলনের সক্ষমতা হারালে প্রতিদিন হুমকি পেতাম না: মঈন খান

প্রকাশের সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেললে প্রতিদিন সরকারের কাছ থেকে হুমকি পেতাম না। সরকার শুধু বিরোধী দলকে নির্যাতনই নয়, নিশ্চিহ্ন করে দিতে চায়। সরকার গায়ের জোরে বাকশাল কায়েম করে দেশ শাসন করছে।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বিএনপির কারামুক্ত যুবদল নেতা রেজাউল করিমের বাসায় সাক্ষাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও, কাজে তার কোনো প্রমাণ নেই।

তিনি আরো বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে। বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।

ড. আব্দুল মঈন খান বলেন, দেশের কোথাও গণতন্ত্র নেই, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে।

এ সময় বিএনপি নেতাদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন মঈন খান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

ড. মঈন খান বলেন, রমজানের দিনে বাংলাদেশের তৃণমূল মানুষ ইফতার ক্রয় করতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।