Dhaka শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ন্যুয়ার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মান ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ানের মতো অভিজ্ঞ তারকারা। এবার তাদের মিছিলে যোগ দিলেন ম্যানুয়েল ন্যুয়ারও। ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলকে বিদায় জানিয়েছেন।

২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন ন্যুয়ার। গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষকই এবার বিদায় জানালেন জার্মানিকে। বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ঘোশণায় জার্মানির জার্সিখানা তুলে রাখার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ন্যুয়ার লিখেছেন, প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।

অবসরের ঘোষণা দেয়ায় গত ইউরোয় কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা জার্মানির ম্যাচটিই হয়ে রইলো ন্যুয়ারের শেষ ম্যাচ। ঘরের মাঠে স্প্যানিশদের বিপক্ষে হারের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

তবে নিজের ক্যারিয়ার নিয়ে গর্বের কথাই জানিয়েছেন জার্মানির কিংবদন্তি এই গোলরক্ষক। তিনি বলেন, আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছি, তখন গর্ববোধ হচ্ছে। বিশেষভাবে ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগপর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ন্যুয়ার

প্রকাশের সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক  : 

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মান ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ানের মতো অভিজ্ঞ তারকারা। এবার তাদের মিছিলে যোগ দিলেন ম্যানুয়েল ন্যুয়ারও। ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলকে বিদায় জানিয়েছেন।

২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন ন্যুয়ার। গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষকই এবার বিদায় জানালেন জার্মানিকে। বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ঘোশণায় জার্মানির জার্সিখানা তুলে রাখার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ন্যুয়ার লিখেছেন, প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।

অবসরের ঘোষণা দেয়ায় গত ইউরোয় কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা জার্মানির ম্যাচটিই হয়ে রইলো ন্যুয়ারের শেষ ম্যাচ। ঘরের মাঠে স্প্যানিশদের বিপক্ষে হারের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

তবে নিজের ক্যারিয়ার নিয়ে গর্বের কথাই জানিয়েছেন জার্মানির কিংবদন্তি এই গোলরক্ষক। তিনি বলেন, আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছি, তখন গর্ববোধ হচ্ছে। বিশেষভাবে ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগপর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।