Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক দায়িত্ব পালনে কঙ্গো গেলেন ১৯০ শান্তিরক্ষী

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এগিয়ে যাচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টে নতুন সদস্য প্রতিস্থাপনের অংশ হিসেবে ১৯০ জন শান্তিরক্ষী ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) শান্তিরক্ষীরা জাতিসংঘের ভাড়াকৃত একটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে কঙ্গোর উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর মো. এনামুল করিম। কঙ্গোতে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ফলে দেশটির সরকার ও সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা। নতুন সদস্যদের প্রতিও সেই সুনাম ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে আইএসপিআর।

বিদায়ী কন্টিনজেন্টের সদস্যদের সম্মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী শান্তিরক্ষীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ মেনে চলা, স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা এবং রোগব্যাধি প্রতিরোধে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের নির্ধারিত সব নির্দেশিকা যথাযথভাবে পালনের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষীদের এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করছে না, বরং বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ উদ্যোগে বাংলাদেশের অঙ্গীকারকেও আরও সুদৃঢ় করছে।

আবহাওয়া

আন্তর্জাতিক দায়িত্ব পালনে কঙ্গো গেলেন ১৯০ শান্তিরক্ষী

প্রকাশের সময় : ০৬:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এগিয়ে যাচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টে নতুন সদস্য প্রতিস্থাপনের অংশ হিসেবে ১৯০ জন শান্তিরক্ষী ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) শান্তিরক্ষীরা জাতিসংঘের ভাড়াকৃত একটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে কঙ্গোর উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর মো. এনামুল করিম। কঙ্গোতে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ফলে দেশটির সরকার ও সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা। নতুন সদস্যদের প্রতিও সেই সুনাম ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে আইএসপিআর।

বিদায়ী কন্টিনজেন্টের সদস্যদের সম্মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী শান্তিরক্ষীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ মেনে চলা, স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা এবং রোগব্যাধি প্রতিরোধে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের নির্ধারিত সব নির্দেশিকা যথাযথভাবে পালনের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষীদের এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করছে না, বরং বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ উদ্যোগে বাংলাদেশের অঙ্গীকারকেও আরও সুদৃঢ় করছে।