Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নারিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ দলে উপেক্ষিত থাকতে থাকতে এবার বিদায় বলে দিলেন স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। জাতীয় দলের জার্সি শেষবার পরার চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ৩৫ বছর বয়সী তারকা। অবশ্য বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন নারিন। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়। মাত্র ছয় টেস্টের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন প্রায় এক দশক আগে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।

একই বছর আইপিএলে অভিষেক হয় নারিনের, ওইবার কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতান এবং হন টুর্নামেন্ট সেরা। তার ঝলক অব্যাহত ছিল আরও দুই মৌসুম। তারপর অবৈধ অ্যাকশনের দায়ে ২০১৫ সালের নভেম্বরে বোলিংয়ে নিষিদ্ধ হন। পরের বছর এপ্রিলে বোলিংয়ের অনুমতি মিললেও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খুব একটা দেখা যায়নি। আইপিএলে পারফরম্যান্স করেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৯ সালের আগস্টের টি-টোয়েন্টিতে।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ১৬৫ উইকেট নেওয়া নারিন বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সবশেষ ম্যাচ খেলার চার বছর হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রকাশ্যে আমি কম কথার লোক কিন্তু ব্যক্তিগতভাবে কিছু মানুষ আমাকে ক্যারিয়ারজুড়ে সমর্থন দিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন উপলব্ধি করতে সাহায্য করেছে। আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে বড় নাম সুনীল নারিন। প্রতিপক্ষের জন্য এখনো রীতিমতো ত্রাস তিনি। তবে লিগগুলোতে নিয়মিত উপস্থিতির কারণে অনিয়মিত হয়েছেন জাতীয় দলে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে নেই তিনি। ২০১৯ সালের আগস্টে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। এ ছাড়া ২০১৬ সালের ৫ অক্টোবর শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নারিন। আর শেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে।

২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারিনের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন তারকা এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গর্বিত সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। সেবার ক্যারিবীয়দের হয়ে ৯ উইকেট নিয়ে বিশ্বজয়ে বড় অবদান রেখেছিলেন নারিন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নারিন

প্রকাশের সময় : ১০:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ দলে উপেক্ষিত থাকতে থাকতে এবার বিদায় বলে দিলেন স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। জাতীয় দলের জার্সি শেষবার পরার চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ৩৫ বছর বয়সী তারকা। অবশ্য বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন নারিন। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়। মাত্র ছয় টেস্টের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন প্রায় এক দশক আগে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।

একই বছর আইপিএলে অভিষেক হয় নারিনের, ওইবার কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতান এবং হন টুর্নামেন্ট সেরা। তার ঝলক অব্যাহত ছিল আরও দুই মৌসুম। তারপর অবৈধ অ্যাকশনের দায়ে ২০১৫ সালের নভেম্বরে বোলিংয়ে নিষিদ্ধ হন। পরের বছর এপ্রিলে বোলিংয়ের অনুমতি মিললেও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খুব একটা দেখা যায়নি। আইপিএলে পারফরম্যান্স করেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৯ সালের আগস্টের টি-টোয়েন্টিতে।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ১৬৫ উইকেট নেওয়া নারিন বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সবশেষ ম্যাচ খেলার চার বছর হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রকাশ্যে আমি কম কথার লোক কিন্তু ব্যক্তিগতভাবে কিছু মানুষ আমাকে ক্যারিয়ারজুড়ে সমর্থন দিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন উপলব্ধি করতে সাহায্য করেছে। আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে বড় নাম সুনীল নারিন। প্রতিপক্ষের জন্য এখনো রীতিমতো ত্রাস তিনি। তবে লিগগুলোতে নিয়মিত উপস্থিতির কারণে অনিয়মিত হয়েছেন জাতীয় দলে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে নেই তিনি। ২০১৯ সালের আগস্টে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। এ ছাড়া ২০১৬ সালের ৫ অক্টোবর শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নারিন। আর শেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে।

২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারিনের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন তারকা এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গর্বিত সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। সেবার ক্যারিবীয়দের হয়ে ৯ উইকেট নিয়ে বিশ্বজয়ে বড় অবদান রেখেছিলেন নারিন।