Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিংয়ে ওয়েড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়ার ক্রিকেটে একটা কালচার আছে। সময় হলেই প্রত্যেক ক্রিকেটারকে তাদের বিদায়ের সংকেত দেওয়া হয়। যাতে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে। সেই সংকেত বুঝে গিয়েছিলেন ম্যাথু ওয়েডও। তাই আর দেরি করেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন এই অজি উইকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন অধ্যায়ে। তাকে দেখা যাবে কোচিংয়ে।

নতুন অধ্যায়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাবে ওয়েডকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করবেন ওয়েড। ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন তিনি। এই সিরিজে হেড কোচ হিসেবে থাকা আন্দ্রে বোরোভেচের সহকারী হিসেবে থাকবেন ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বিবৃতিতে ওয়েড বলেন, অবসর নেওয়া ও কোচিংয়ে আসা, কোনো সিদ্ধান্তই হুট করে নেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটে আমার সময় যে একরকম শেষ হয়ে গেছে, তা পুরোপুরিই বুঝতে পারছিলাম আমি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ও কোচিংয়ে আসা নিয়ে গত ছয় মাসে জর্জ বেইলি (নির্বাচক) ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (কোচ) সঙ্গে নিয়মিতই আলোচনা চলছিল আমার। গত কয়েক বছর ধরেই কোচিং আমার ভাবনার সীমানায় ছিল এবং সৌভাগ্যবশত দারুণ কিছু সুযোগ আমার এসেছে, এজন্য আমি কৃতজ্ঞ ও রোমাঞ্চিত।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ টেস্ট, ৯৭ টেস্ট ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি ২০২১ সালে। মূলত টি-টোয়েন্টি দিয়েই টিকে ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলে জায়গা হারান তিনি। সামনের বিশ্বকাপে তাকিয়ে তারুণ্যে জোর দিচ্ছে অস্ট্রেলিয়া। ওয়েডের ফেরার সম্ভাবনা তাই ছিল সামান্যই। গত মার্চে তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ড ফাইনাল খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বাজান তিনি।

তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেমি-ফাইনালে ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে দলকে স্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন তিনি। তিন ওভারে যখন প্রয়োজন ৩৭ রান, তখন হাসান আলির বলে ছক্কা ও চার মারার পর শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়েছিলেন চোট নিয়ে ম্যাচটি খেলা ওয়েড।

টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তিনি ২৯.৮৭ গড়ে, ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ১ হাজার ৮৬৭ রান ২৬.২৯ গড়ে আর টি-টোয়েন্টিতে ১ হাজার ২০২ রান করেছেন তিনি ১৩৪.১৫ স্ট্রাইক রেটে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিংয়ে ওয়েড

প্রকাশের সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়ার ক্রিকেটে একটা কালচার আছে। সময় হলেই প্রত্যেক ক্রিকেটারকে তাদের বিদায়ের সংকেত দেওয়া হয়। যাতে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে। সেই সংকেত বুঝে গিয়েছিলেন ম্যাথু ওয়েডও। তাই আর দেরি করেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন এই অজি উইকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন অধ্যায়ে। তাকে দেখা যাবে কোচিংয়ে।

নতুন অধ্যায়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাবে ওয়েডকে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করবেন ওয়েড। ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন তিনি। এই সিরিজে হেড কোচ হিসেবে থাকা আন্দ্রে বোরোভেচের সহকারী হিসেবে থাকবেন ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বিবৃতিতে ওয়েড বলেন, অবসর নেওয়া ও কোচিংয়ে আসা, কোনো সিদ্ধান্তই হুট করে নেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটে আমার সময় যে একরকম শেষ হয়ে গেছে, তা পুরোপুরিই বুঝতে পারছিলাম আমি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ও কোচিংয়ে আসা নিয়ে গত ছয় মাসে জর্জ বেইলি (নির্বাচক) ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (কোচ) সঙ্গে নিয়মিতই আলোচনা চলছিল আমার। গত কয়েক বছর ধরেই কোচিং আমার ভাবনার সীমানায় ছিল এবং সৌভাগ্যবশত দারুণ কিছু সুযোগ আমার এসেছে, এজন্য আমি কৃতজ্ঞ ও রোমাঞ্চিত।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ টেস্ট, ৯৭ টেস্ট ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি ২০২১ সালে। মূলত টি-টোয়েন্টি দিয়েই টিকে ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলে জায়গা হারান তিনি। সামনের বিশ্বকাপে তাকিয়ে তারুণ্যে জোর দিচ্ছে অস্ট্রেলিয়া। ওয়েডের ফেরার সম্ভাবনা তাই ছিল সামান্যই। গত মার্চে তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ড ফাইনাল খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বাজান তিনি।

তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেমি-ফাইনালে ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে দলকে স্মরণীয় এক জয় এনে দিয়েছিলেন তিনি। তিন ওভারে যখন প্রয়োজন ৩৭ রান, তখন হাসান আলির বলে ছক্কা ও চার মারার পর শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়েছিলেন চোট নিয়ে ম্যাচটি খেলা ওয়েড।

টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তিনি ২৯.৮৭ গড়ে, ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ১ হাজার ৮৬৭ রান ২৬.২৯ গড়ে আর টি-টোয়েন্টিতে ১ হাজার ২০২ রান করেছেন তিনি ১৩৪.১৫ স্ট্রাইক রেটে।