স্পোর্টস ডেস্ক :
ফার্নান্ডো দিনিজকে ছাঁটাই করার পর থেকে ব্রাজিলের কোচ হিসেবে তার নামটা নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার (১০ জানুয়ারি) সেটিও করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে দরিভালের নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
নতুন কোচকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় শুক্রবার (১২ জানুয়ারি) রাতে সিবিএফ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন ঢাকা হয়েছে।
ব্রাজিল ফুটবল অবশ্য দরিভালের চুক্তির মেয়াদ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই এই দায়িত্ব সামলাবেন তিনি।
বিবৃতিতে সিবিএফ জানিয়েছে,’ব্রাজিল পুরুষ জাতীয় দলের নতুন কোচ দরিভাল জুনিয়র। রিও ডি জেনেরিওতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।’ ১৩ মাস পর অবশেষে স্থায়ী কোচ পেল ব্রাজিল। তবে কতদিনের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিয়েছে সেটা অবশ্য জানায়নি সিবিএফ।
ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সের মতো ক্লাবে কাজ করেছেন। তবে খেলোয়াড়ি জীবন তেমন সমৃদ্ধ ছিল না তাঁর। ১৭ বছরের ক্যারিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্লুমিনেন্স ছাড়া ব্রাজিলের আর কোনো শীর্ষ ক্লাবে খেলার সুযোগ হয়নি দরিভালের। জাতীয় দলের জন্যও কখনো বিবেচনায় আসেননি।
দরিভালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। দরিভালের হাত ধরে কক্ষপথে ফিরতে পারবে কি না, সেটিই এখন দেখার।
৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলের ঘরোয়া ক্লাব সাউ পাউলোকে কোপা দো ব্রাজিলের শিরোপা জিতিয়েছেন গত বছর। তার আগে ফ্লেমেঙ্গোকে কোপা দো ব্রাজিলের পাশাপাশি জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেসও। নতুন দায়িত্বে তার অভিষেক হতে যাচ্ছে মার্চে। তখন প্রীতি ম্যাচে ইংল্যান্ড আর স্পেনের মুখোমুখি হবে সেলেসাওরা।
দরিভাল এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন ব্রাজিলের ফুটবল মাঠে ও মাঠের বাইরে কঠিন সময় পার করছে। ইনজুরিতে বিপর্যস্ত পুরো দল। যার মধ্যে অন্যতম নেইমার। তাছাড়া বিশ্বকাপ বাছাইয়েও তাদের অবস্থান এখন ছয় নম্বরে। নতুন করে যোগ হয়েছে ফুটবল ফেডারেশনের নেতৃত্ব নিয়ে আইনি লড়াই। গত ডিসেম্বরে একটি কোর্টের রায়ে সরে যেতে হয়েছিল প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেজকে। গত সপ্তাহে হাই কোর্টের রায়ে আবার পদ ফিরে পেয়েছেন তিনি।