Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ২০৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নরসিংদীর বেলাব থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান এটিইউয়ের পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল অভিযান পরিচালনা করে নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর ইউপির দুলালকান্দি এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন, দুটি সিমকার্ড, তিনটি বিভিন্ন উগ্রবাদী বই এবং দুটি ফেসবুক আইডির স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এসপি শিরিন আক্তার জাহান জানান, গ্রেফতার আসামি ও তার সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া উগ্রবাদে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করছিলেন তারা।

গ্রেফতার মহিন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

নরসিংদীর বেলাব থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান এটিইউয়ের পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল অভিযান পরিচালনা করে নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর ইউপির দুলালকান্দি এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন, দুটি সিমকার্ড, তিনটি বিভিন্ন উগ্রবাদী বই এবং দুটি ফেসবুক আইডির স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এসপি শিরিন আক্তার জাহান জানান, গ্রেফতার আসামি ও তার সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া উগ্রবাদে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করছিলেন তারা।

গ্রেফতার মহিন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।