Dhaka মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : 
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) নিউইয়র্কে পৌঁছান তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে (স্থানীয় সময়) ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি হাজিরা দেবেন।
তার আগে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। বিচারকের সামনে হাজির হওয়ার আগে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতে পারে। বিচারকের সামনে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন।
ম্যানহটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগের দপ্তর জানিয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে আর আদালতে হাজির না হলে তাকে গ্রেফতার করা হতে পারে।
ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ের ঘোষণা দিয়েন তিনি। নির্বাচন আসার আগেই ফৌজদারি অপরাধের মুখোমুখি। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন।
ট্রাম্প লেখা একটি বিমানে চড়ে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। আকাশচুম্বী ট্রাম্প টাওয়ারে প্রবেশের আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এমন ঘটনাকে কেন্দ্র করে পুরো নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হয়েছে। পথে পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়র্ক প্রশাসন।
সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। সূত্র : বিবিসি। 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না : আমীর খসরু

আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

প্রকাশের সময় : ১২:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : 
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) নিউইয়র্কে পৌঁছান তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে (স্থানীয় সময়) ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি হাজিরা দেবেন।
তার আগে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। বিচারকের সামনে হাজির হওয়ার আগে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতে পারে। বিচারকের সামনে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন।
ম্যানহটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগের দপ্তর জানিয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে আর আদালতে হাজির না হলে তাকে গ্রেফতার করা হতে পারে।
ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ের ঘোষণা দিয়েন তিনি। নির্বাচন আসার আগেই ফৌজদারি অপরাধের মুখোমুখি। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন।
ট্রাম্প লেখা একটি বিমানে চড়ে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। আকাশচুম্বী ট্রাম্প টাওয়ারে প্রবেশের আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এমন ঘটনাকে কেন্দ্র করে পুরো নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হয়েছে। পথে পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়র্ক প্রশাসন।
সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। সূত্র : বিবিসি।