Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যেই প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। এরপর আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয়, বুধবারও তাই হয়েছিল। দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এতে সঞ্চালন লাইনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত মার্চ থেকে ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশের সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যেই প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। এরপর আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয়, বুধবারও তাই হয়েছিল। দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এতে সঞ্চালন লাইনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত মার্চ থেকে ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।