Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে।

আহতরা হলেন- গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০), ছেলে নাঈম মিয়া (১৮), তাদের আত্মীয় ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। তাদের মধ্যে কুলসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বৃষ্টি নামলে ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম রান্নাঘরের চুলা ঢাকতে ঘর থেকে বের হন। এ সময় তিনি রান্নাঘরে ৩-৪ জন অপরিচিত লোককে দেখতে পান এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন ডাকাত দল কুলসুম বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাক শুনে ঘর থেকে বের হন স্বামী ইলিয়াস মিয়া ও ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। ডাকাতরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে স্থানীয় লোকজন চারপাশ থেকে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নবী নামে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার পশ্চিম আগুআন্দি গ্রামের লুক্কুর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত কুলসুম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নবীর মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে দড়ি বিশনন্দী গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে প্রবেশ করে হামলা চালালে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজন ডাকেন এবং ধাওয়া দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এ নিয়ে গত একমাসে আড়াইহাজার উপজেলার দুই ইউনিয়নে পৃথক ঘটনায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সোমবার সকালে চাঁদা দাবির অভিযোগ তুলে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেলকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তবে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি করে সোহেলের স্বজনরা বলছেন, মাদক ব্যবসার বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

যদিও পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত ১৩ জুন কুমিল্লার দাউদকান্দি এলাকায় র‌্যাব-১১ এর এক অভিযানে গ্রেপ্তারও হন তিনি। পরে জামিনে বেরিয়ে আসেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভারকরদী গ্রামের বাসিন্দা মো. আয়নাল হোসেনকে তার বাড়ির ১০০ গজের মধ্যেই পিটিয়ে হত্যা করা হয়। ৪২ বছর বয়সী আয়নালের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ অন্তত আটটি মামলা ছিল বলে জানিয়েছিল পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রকাশের সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে।

আহতরা হলেন- গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০), ছেলে নাঈম মিয়া (১৮), তাদের আত্মীয় ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। তাদের মধ্যে কুলসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বৃষ্টি নামলে ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম রান্নাঘরের চুলা ঢাকতে ঘর থেকে বের হন। এ সময় তিনি রান্নাঘরে ৩-৪ জন অপরিচিত লোককে দেখতে পান এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন ডাকাত দল কুলসুম বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাক শুনে ঘর থেকে বের হন স্বামী ইলিয়াস মিয়া ও ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। ডাকাতরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে স্থানীয় লোকজন চারপাশ থেকে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নবী নামে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার পশ্চিম আগুআন্দি গ্রামের লুক্কুর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত কুলসুম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নবীর মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে দড়ি বিশনন্দী গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে প্রবেশ করে হামলা চালালে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজন ডাকেন এবং ধাওয়া দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এ নিয়ে গত একমাসে আড়াইহাজার উপজেলার দুই ইউনিয়নে পৃথক ঘটনায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সোমবার সকালে চাঁদা দাবির অভিযোগ তুলে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেলকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তবে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি করে সোহেলের স্বজনরা বলছেন, মাদক ব্যবসার বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

যদিও পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত ১৩ জুন কুমিল্লার দাউদকান্দি এলাকায় র‌্যাব-১১ এর এক অভিযানে গ্রেপ্তারও হন তিনি। পরে জামিনে বেরিয়ে আসেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভারকরদী গ্রামের বাসিন্দা মো. আয়নাল হোসেনকে তার বাড়ির ১০০ গজের মধ্যেই পিটিয়ে হত্যা করা হয়। ৪২ বছর বয়সী আয়নালের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ অন্তত আটটি মামলা ছিল বলে জানিয়েছিল পুলিশ।