Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আট দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

আট দিন পর অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার হয়েছে। পদ্মার প্রায় ৫০ ফুট পানির নিচ থেকে ফেরিটি উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এছাড়া অষ্টম দিন শেষে উদ্ধার সম্পন্ন হয়েছে ফেরির সঙ্গে ডুবে যাওয়া ৯টি যানবাহনও।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে নয়াকান্দি নামক এলাকার নদীর তিরে রজনীগন্ধা ফেরিটিকে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এর আগে বুধবার রাত ১১টায় নদীতে নিমজ্জিত ফেরিটি উদ্ধার করে পাটুরিয়া ৫নং ঘাটের পূর্বে দরিকান্দি এলাকায় নদী তীরে নোঙর করে রাখা হয়েছে।

পানিতে তলিয়ে যাওয়াদুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। গত আটদিনের অভিযানে ডুবে যাওয়া ফেরি, ফেরির সঙ্গে থাকা মালবাহী সকল গাড়ি ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ইউনিটের প্রধান বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পদ্মায় নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। উল্টে থাকা ফেরিটিতে গত কয়েক দিনে ক্রমাগত পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরিটি ৩০০ টন ছাড়িয়ে যায়। ফলে উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম ফেরিটি তুলতে ব্যর্থ হলে ঘটনার দুই দিন পর উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভারোত্তোলন সক্ষমতা ২৫০ টন, ফলে এতেও উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি উদ্ধার করে। এখন সেটি সোজা অবস্থায় নদীর তীরে রাখা হয়েছে।’

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন বলেন, তীব্র শীত, পানির নিচে স্রোত ও কুয়াশা থাকার পরেও গতকাল রাত ১১টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা সম্ভব হয়। ফেরিটি ঘাট এলাকা থেকে ভাটিতে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। সকাল থেকে ফেরিটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে ফেরি হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়ার ৮ দিনের দিন রজনীগন্ধা ফেরিটি উদ্ধার হয়েছে। এছাড়াও নদীতে ডুবে যাওয়া ৯টি ট্রাকও ইতোমধ্য উদ্ধার সম্পূর্ণ হয়েছে। উদ্ধার কাজে ৮ দিন ধরে ফায়ার সার্ভিস, নেভী, বিআইডব্লিউটিএ লোকজন নিয়োজিত ছিলেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেরিটিতে মেরিন ইঞ্জিনিয়াররা এখন পর্যবেক্ষণ করবেন। তাদের তদন্তের পরে বলা যাবে কবে নাগাদ ফেরিটি বহরে যোগ হবে।

গত বুধবার ১৭ সকালে কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। গত সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলের প্রায় ১৩ কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

আট দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

আট দিন পর অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার হয়েছে। পদ্মার প্রায় ৫০ ফুট পানির নিচ থেকে ফেরিটি উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এছাড়া অষ্টম দিন শেষে উদ্ধার সম্পন্ন হয়েছে ফেরির সঙ্গে ডুবে যাওয়া ৯টি যানবাহনও।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে নয়াকান্দি নামক এলাকার নদীর তিরে রজনীগন্ধা ফেরিটিকে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এর আগে বুধবার রাত ১১টায় নদীতে নিমজ্জিত ফেরিটি উদ্ধার করে পাটুরিয়া ৫নং ঘাটের পূর্বে দরিকান্দি এলাকায় নদী তীরে নোঙর করে রাখা হয়েছে।

পানিতে তলিয়ে যাওয়াদুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। গত আটদিনের অভিযানে ডুবে যাওয়া ফেরি, ফেরির সঙ্গে থাকা মালবাহী সকল গাড়ি ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ইউনিটের প্রধান বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পদ্মায় নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। উল্টে থাকা ফেরিটিতে গত কয়েক দিনে ক্রমাগত পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরিটি ৩০০ টন ছাড়িয়ে যায়। ফলে উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম ফেরিটি তুলতে ব্যর্থ হলে ঘটনার দুই দিন পর উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভারোত্তোলন সক্ষমতা ২৫০ টন, ফলে এতেও উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি উদ্ধার করে। এখন সেটি সোজা অবস্থায় নদীর তীরে রাখা হয়েছে।’

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন বলেন, তীব্র শীত, পানির নিচে স্রোত ও কুয়াশা থাকার পরেও গতকাল রাত ১১টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা সম্ভব হয়। ফেরিটি ঘাট এলাকা থেকে ভাটিতে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। সকাল থেকে ফেরিটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে ফেরি হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়ার ৮ দিনের দিন রজনীগন্ধা ফেরিটি উদ্ধার হয়েছে। এছাড়াও নদীতে ডুবে যাওয়া ৯টি ট্রাকও ইতোমধ্য উদ্ধার সম্পূর্ণ হয়েছে। উদ্ধার কাজে ৮ দিন ধরে ফায়ার সার্ভিস, নেভী, বিআইডব্লিউটিএ লোকজন নিয়োজিত ছিলেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেরিটিতে মেরিন ইঞ্জিনিয়াররা এখন পর্যবেক্ষণ করবেন। তাদের তদন্তের পরে বলা যাবে কবে নাগাদ ফেরিটি বহরে যোগ হবে।

গত বুধবার ১৭ সকালে কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। গত সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলের প্রায় ১৩ কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।