Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ যারা ফ্যাসিবাদের দোসর, তারা এই প্রজন্মের নব্য রাজাকার : নুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

গণঅধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নুর বলেন, এই ফ্যাসিবাদের দালালি করে যারা নির্বাচনে যাবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আজ যারা ফ্যাসিবাদের দোসর, তারা এই প্রজন্মের নব্য রাজাকার। এদের আপনারা চিনে রাখুন। এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র, সুশাসন আসবে। এই দোসররা যাতে আগামীতে রাজনীতি করতে না পারে, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজবন্দিদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, নাম সর্বস্ব রাজনৈতিক দল দিয়ে কয়েকদিন পর পর জোট ঘোষণা করানো হচ্ছে। এদের নিয়ে আরেকটি পাতানো নির্বাচন করার ষড়যন্ত্র চলছে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই সরকারের জুলুম দেখে চুপ থাকবেন, নাকি গর্জে উঠবেন। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে। এই পরিস্থিতে আমরা যদি গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, তাহলে আগামীতে ভারতের মতো নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে আওয়ামী প্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত হবে।

তিনি বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ভিন্নমত দমন করছে। গতকাল (বৃহস্পতিবার) অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসির উদ্দীন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এমনকি তাকে প্রিজন ভ্যানে তোলার সময় মুষ্টিবদ্ধ হাতটি উঁচু করতেও দেয়নি। তারই প্রতিবাদে আজ আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আদিলুর রহমানকে সাজা দিয়ে সরকার আন্তর্জাতিক ও দেশীয় প্রতিক্রিয়া দেখছে, সবাই মিলে প্রতিবাদ না করলে কারো রেহাই নেই। সময় কম, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। এ সরকার নিপীড়নমূলক আইন বাতিল করবে না, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, ওসি প্রদীপ, হারুন মুক্ত প্রশাসন গড়বে না। কারণ, সরকার টিকে আছে এই দুর্বৃত্তদের সিন্ডিকেটের মাধ্যমে। ৮-১০টি শিল্প গ্রুপ আজ বাজার নিয়ন্ত্রণ করছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নেই, ডেঙ্গুতে চিকিৎসা না পেয়ে মানুষ হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে, প্রসূতি মা হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করছে। আর সরকার ডিজিটাল,স্মার্ট বাংলাদেশের নামে জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে। কাজেই জনগণের মুক্তির জন্য এ সরকার হটাতে হবে, এছাড়া মুক্তি নেই।

নুর বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ভিন্নমত দমন করছে। গতকাল অধিকার এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসির উদ্দীন এলানকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। এমনকি তাকে প্রিজন ভ্যানে তোলার সময় মুষ্টিবদ্ধ হাতটি উঁচু করতেও দেয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উচিয়ে প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আদিলুর রহমানকে সাজা দিয়ে সরকার আর্ন্তজাতিক ও দেশীয় প্রতিক্রিয়া দেখছে, সবাই মিলে প্রতিবাদ না করলে কারো রেহাই নেই। সময় কম, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গতকাল সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। এই সরকার নিপীড়নমূলক আইন বাতিল করবে না।

তিনি বলেন, গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নাই, ডেঙ্গুতে চিকিৎসা না পেয়ে মানুষ হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে, প্রসূতি মা হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করছে। আর সরকার ডিজিট্যাল, স্মার্ট বাংলাদেশের নামে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। কাজেই জনগণের মুক্তির জন্য এই সরকার হটাতে হবে, এছাড়া মুক্তি নেই।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, ঢাকা জেলায় আহ্বায়ক অ্যাডভোকেট শওকত, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

আজ যারা ফ্যাসিবাদের দোসর, তারা এই প্রজন্মের নব্য রাজাকার : নুর

প্রকাশের সময় : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

গণঅধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নুর বলেন, এই ফ্যাসিবাদের দালালি করে যারা নির্বাচনে যাবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আজ যারা ফ্যাসিবাদের দোসর, তারা এই প্রজন্মের নব্য রাজাকার। এদের আপনারা চিনে রাখুন। এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র, সুশাসন আসবে। এই দোসররা যাতে আগামীতে রাজনীতি করতে না পারে, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজবন্দিদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, নাম সর্বস্ব রাজনৈতিক দল দিয়ে কয়েকদিন পর পর জোট ঘোষণা করানো হচ্ছে। এদের নিয়ে আরেকটি পাতানো নির্বাচন করার ষড়যন্ত্র চলছে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই সরকারের জুলুম দেখে চুপ থাকবেন, নাকি গর্জে উঠবেন। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে। এই পরিস্থিতে আমরা যদি গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, তাহলে আগামীতে ভারতের মতো নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে আওয়ামী প্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত হবে।

তিনি বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ভিন্নমত দমন করছে। গতকাল (বৃহস্পতিবার) অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসির উদ্দীন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এমনকি তাকে প্রিজন ভ্যানে তোলার সময় মুষ্টিবদ্ধ হাতটি উঁচু করতেও দেয়নি। তারই প্রতিবাদে আজ আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আদিলুর রহমানকে সাজা দিয়ে সরকার আন্তর্জাতিক ও দেশীয় প্রতিক্রিয়া দেখছে, সবাই মিলে প্রতিবাদ না করলে কারো রেহাই নেই। সময় কম, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। এ সরকার নিপীড়নমূলক আইন বাতিল করবে না, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, ওসি প্রদীপ, হারুন মুক্ত প্রশাসন গড়বে না। কারণ, সরকার টিকে আছে এই দুর্বৃত্তদের সিন্ডিকেটের মাধ্যমে। ৮-১০টি শিল্প গ্রুপ আজ বাজার নিয়ন্ত্রণ করছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নেই, ডেঙ্গুতে চিকিৎসা না পেয়ে মানুষ হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে, প্রসূতি মা হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করছে। আর সরকার ডিজিটাল,স্মার্ট বাংলাদেশের নামে জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে। কাজেই জনগণের মুক্তির জন্য এ সরকার হটাতে হবে, এছাড়া মুক্তি নেই।

নুর বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ভিন্নমত দমন করছে। গতকাল অধিকার এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসির উদ্দীন এলানকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। এমনকি তাকে প্রিজন ভ্যানে তোলার সময় মুষ্টিবদ্ধ হাতটি উঁচু করতেও দেয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উচিয়ে প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আদিলুর রহমানকে সাজা দিয়ে সরকার আর্ন্তজাতিক ও দেশীয় প্রতিক্রিয়া দেখছে, সবাই মিলে প্রতিবাদ না করলে কারো রেহাই নেই। সময় কম, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গতকাল সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন পাস করেছে। এই সরকার নিপীড়নমূলক আইন বাতিল করবে না।

তিনি বলেন, গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নাই, ডেঙ্গুতে চিকিৎসা না পেয়ে মানুষ হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছে, প্রসূতি মা হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করছে। আর সরকার ডিজিট্যাল, স্মার্ট বাংলাদেশের নামে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। কাজেই জনগণের মুক্তির জন্য এই সরকার হটাতে হবে, এছাড়া মুক্তি নেই।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, ঢাকা জেলায় আহ্বায়ক অ্যাডভোকেট শওকত, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।