Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আজিমপুরে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আহত সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মার্চ) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ার হোসেনের সহকর্মী জাহিদ হাসান বলেন, নিহত সানোয়ার ও আমি দেওয়ান পরিবহনে দুজনে হেল্পার হিসাবে কাজ করি। ভোর সাড়ে ছয়টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সানোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় সকালে আজিমপুর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতে পাই, সানোয়ার আহত অবস্থায় ফুটপাতের উপর বসে আছেন। তখনও তিনি সামান্য কথা বলতে পারছিলেন। তখন তাকে রিকশা যোগে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আহত অবস্থায় শুধু নিজের নামটুকু বলতে পেরেছিল সানোয়ার। কোন গাড়ির সঙ্গে এ ঘটনা তা তার কাছ থেকে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পকেটে থাকা জন্মসনদ থেকে জানা যায়, তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামে। বাবার নাম আক্কাস আলী। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

আজিমপুরে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আহত সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মার্চ) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ার হোসেনের সহকর্মী জাহিদ হাসান বলেন, নিহত সানোয়ার ও আমি দেওয়ান পরিবহনে দুজনে হেল্পার হিসাবে কাজ করি। ভোর সাড়ে ছয়টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সানোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় সকালে আজিমপুর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতে পাই, সানোয়ার আহত অবস্থায় ফুটপাতের উপর বসে আছেন। তখনও তিনি সামান্য কথা বলতে পারছিলেন। তখন তাকে রিকশা যোগে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আহত অবস্থায় শুধু নিজের নামটুকু বলতে পেরেছিল সানোয়ার। কোন গাড়ির সঙ্গে এ ঘটনা তা তার কাছ থেকে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পকেটে থাকা জন্মসনদ থেকে জানা যায়, তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামে। বাবার নাম আক্কাস আলী। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।