Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি মানতে দুই প্রতিমন্ত্রীকে চিঠি

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুই প্রতিমন্ত্রীকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করতে এবং তা প্রতিপালনের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে এ চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন।

জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্র মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি মহোদয় ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। সিটি করপোরেশনের নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।

চিঠিতে উল্লেখ, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না; তবে শর্ত থাকে যে, ওই ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে, তিনি কেবল নিজের ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।

আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনপূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

একইভাবে নির্বাচনী আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে বেগম মন্নুজান সুফিয়ানের একান্ত সচিবের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

আচরণবিধি মানতে দুই প্রতিমন্ত্রীকে চিঠি

প্রকাশের সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুই প্রতিমন্ত্রীকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করতে এবং তা প্রতিপালনের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে এ চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন।

জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্র মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি মহোদয় ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। সিটি করপোরেশনের নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।

চিঠিতে উল্লেখ, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না; তবে শর্ত থাকে যে, ওই ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে, তিনি কেবল নিজের ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।

আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনপূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

একইভাবে নির্বাচনী আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে বেগম মন্নুজান সুফিয়ানের একান্ত সচিবের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।