আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় সরকারী আশ্রায়ণ প্রকল্পের লোকজনের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বর্তমানে তারা বের হতে না পেয়ে ঘরে বন্দী রয়েছে। উপজেলা প্রশাসন সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সরকারীভাবে অতিদরিদ্রদের জন্য আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মজিদ খাঁ ও সেলিম খাঁ’র কাছ থেকে ২০ শতাংশ জায়গা ক্রয় করে পূর্ব ফুল্লশ্রী গ্রামে আশ্রায়ণ প্রকল্পের জন্য ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। ওই প্রকল্পের লোকজনের ঘর থেকে বের হবার কোন পথ ছিলনা।
তারা আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশে জলিল খাঁ, তৈয়ব আলী খাঁসহ ৬-৭টি পরিবারের জায়গার উপর দিয়ে নিয়মিত বের হত। প্রকল্পের লোকজনের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই ৬-৭টি পরিবারের লোকজন মিলে তাদের চলাচলের পথ ৪দিন পূর্বে বাশেঁর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে তারা ওই পথ দিয়ে আর বের হতে পারছেনা।
এব্যাপারে ওই বাড়ির জলিল খাঁ ও তৈয়ব আলী খাঁ বলেন, আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় আমরা পথের কথা বলেছিলাম উপজেলা প্রশাসনকে। তখন উপজেলা প্রশাসন পথ করে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিল। বর্তমানে ওই আশ্রায়ণ প্রকল্পের লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে বেড়া দিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক সাংবাদিকদের বলেন, কোন পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি কেউ বন্ধ করে থাকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।