নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আগারগাঁও ট্রাফিক সিগন্যালে হঠাৎ আগুন লেগে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) একটি বাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার নীলিমা খানম জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিনা কোম্পানির একটি বাসে অগ্নিকাণ্ডের খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য জানা যায়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে লিমা খানম বলেন, বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে গাড়িতে পুড়ে গেছে।
বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগন্যালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে বাসটি ব্যবহার করা হতো বলেও জানান চালক দেলোয়ার হোসেন।
অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগনাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়।