লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, হাসিনার বিচারের সঙ্গে অনেকের বিচারের কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে এবং গুম-খুন করেছে, তাদের সবার বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে। এ আমলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। দলগুলো বসে সরকার একটা দলিলে আসতে পারা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গিয়েছে। যদি বর্তমান সরকারের মতো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে আমরা সবাই যে বাংলাদেশ চেয়েছিলাম – তা পাবো।
মাহফুজ আলম বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
																			
										
																লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি								 




















