চাঁদপুর জেলা প্রতিনিধি :
আগামী বছরেও পূর্ণ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন শিক্ষাক্রমে পূর্ণাঙ্গ সিলেবাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর যারা ক্লাস করছে, তারা সামনের বছরের পুরো ক্লাস পাচ্ছে না। তাদের এবার আগস্টে পরীক্ষা হওয়ার কথা। তারা হয়তো পরের বার পূর্ণাঙ্গ সিলেবাস পাবে। আমরা আশা করি পরের বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাস করতে পারব। আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে। আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুনর্বিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে ডা. দীপু মনি বলেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখলে হবে না, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে।
শিক্ষামন্ত্রী বলেন, বাসাবাড়ির আঙিনায় নানান রকমের পাত্র ফেলে রাখা হয়। এতে পানি জমে থাকে। জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে প্রতি তিন দিনে এক দিন। যদি একটু সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে শিক্ষার্থীসহ সকলে ডেঙ্গুর হাত রক্ষা পাবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা নিয়েছি। সব বাসাবাড়িতে এ ব্যবস্থা নিতে হবে। তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাব।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।